মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরির নিরিখে অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অনেক মহিলা এক বছরে লক্ষাধিক টাকার বেশি উপার্জন করেছেন। কেন্দ্রীয় সরকারের একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ‘লাখপতি দিদি’র তথ্য পঞ্জি তৈরি করতে গিয়ে এই সমীক্ষা করেছিল কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে, ব্যাপক সাফল্য পেয়েছে বাংলা। রাজ্যে মহিলার সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষের বেশি যারা লক্ষাধিক টাকার বেশি আয় করছেন।
কেন্দ্রীয় সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের মতো ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছেন বাংলার মহিলারা। প্রসঙ্গত, রাজ্যের মহিলাদের স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য প্রচুর সংখ্যায় স্বনির্ভর গোষ্ঠী তৈরির পাশাপাশি তাদের সহজে এবং সুলভে ঋণ প্রদান করারও ব্যবস্থা করছে রাজ্য। কেন্দ্রের তরফে যে সমীক্ষা চালানো হচ্ছে তার তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন প্রকল্পের সাহায্য পাওয়ার পর স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জীবনধারায় কতটা পরিবর্তন এসেছে তা জানতে চালানো হচ্ছে এই সমীক্ষা।
জানা গিয়েছে, সমীক্ষার কাজ প্রথম শুরু হয়েছে হুগলি জেলায়। সেখানে এই ধরনের মহিলার সংখ্যা ছাড়িয়েছে একলক্ষের বেশি। এরপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা। লাখপতি দিদির সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই মধ্যপ্রদেশ এবং তিন নম্বরে স্থান রয়েছে পশ্চিমবঙ্গের। আবার দেখা যাচ্ছে, তাতে ব্যর্থ হয়েছে উত্তরপ্রদেশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup