রাজ্যে ফের নিজের স্কুলেই প্রশ্নের মুখে ছাত্রীদের নিরাপত্তা। এবার ঘটনা দার্জিলিং পাহাড়ের। অভিযুক্তও একজন নাবালক। তাকে গ্রেফতার করে হোমে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনায় অভিযুক্তের বন্ধুদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা দার্জিলিং জেলার মিরিকের একটি স্কুলের। নির্যাতিতা ছাত্রীর পরিবারের দাবি, গত ১২ সেপ্টেম্বর ওই স্কুলে শিক্ষক দিবস পালনের আয়োজন করা হয়েছিল। তখন স্কুলে ঢুকে পড়ে অভিযুক্ত ও তাঁর কয়েকজন বন্ধু। যদিও তারা কেউই ওই স্কুলের ছাত্র নয়। অভিযোগ, অনুষ্ঠানের শেষে নাবালিকাকে স্কুলের ভিতরেই ধর্ষণ করে অভিযুক্ত। বাড়ি এসে নাবালিকা সেকথা জানালে অভিযোগ না জানানোর জন্য পরিবারটির ওপর চাপ তৈরি করা হয়। জানা গিয়েছে, অভিযুক্তের পরিবার এলাকায় বেশ প্রভাবশালী। তাদের চাপে গত প্রায় ১৫ দিন ধরে পুলিশে অভিযোগ জানাতে সাহ পায়নি নাবালিকার পরিবার। অবশেষে অভিযোগ জানায় তারা। অভিযোগের ভত্তিতে নাবালককে গ্রেফতার করে হোমে পাঠিয়েছে মিরিক থানা।
দার্জিলিংয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক রবিনা তামাং জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত চলছে। স্কুলের ভিতরে কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করেছে তারা। অভিযুক্তের বিরুদ্ধে পকসোর ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় অভিযুক্তের বন্ধুদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।