সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন। সেই উপনির্বাচনের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আর ফেরার পথেই দুর্ঘটনা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের দাসপাড়া সংলগ্ন এলাকাতেই এই মারাত্মক দুর্ঘটনা।
সূত্রের খবর ঔরঙ্গাবাদে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। আচমকাই অন্য একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে।তবে দুর্ঘটনায় বিধায়কের বড় কোনও চোট লাগেনি। তবে তাঁর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তৃণমূলের ব্লক সভাপতিও ছিলেন ওই গাড়িতে। তবে এর আগেও দুর্ঘটনার মুখে পড়েছিলেন বিধায়ক। সেবারও তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও তাঁর গাড়ির একাংশ ভেঙে গিয়েছে। বিধায়কের মাথাতেও কিছুটা চোট লেগেছে। কিন্তু প্রশ্ন উঠছে কেন বার বার এভাবে জাকির হোসেনের গাড়িতে ধাক্কা লাগছে। তবে কি এর পেছনে অন্য কোনও রহস্য় রয়েছে?
তবে এনিয়ে খোদ জাকির হোসেনও সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর মতে, কেন বার বার এই ধরনের ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখা দরকার। তবে নির্দোষ কাউকে আটক করা হোক এটা চাই না।
তবে জাকির হোসেন শুধু বিধায়কই নন। তিনি বিড়ি কারখানার মালিক। যথেষ্ট প্রতিপত্তিশালী ব্যবসায়ী তিনি। সম্প্রতি তাঁর কারখানা ও অফিসে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। সেই কারখানা থেকে বের হওয়ার সময় সম্প্রতি জাকির হোসেনের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল।
ফের এদিন বড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন তিনি। সূত্রের খবর, এদিন সাদা রঙের একটি গাড়ি আচমকাই অন্য লেন ছেড়ে জাকিরের গাড়ির সামনে চলে আসে। এদিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে জোরে ব্রেক কষেন জাকিরের গাড়ির চালক। সেই সময় জাকিরের গাড়ির পেছনে পরপর একাধিক গাড়ি ছিল। সেই গাড়ি গুলি এরপর পরস্পরকে ধাক্কা দেয়। সেই গাড়ির মধ্যে থাকা দুজন ছিটকে পড়েন। তাদের চোট লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে নিমতিতা স্টেশনে বড় বিপদের মাঝে পড়ে আহত হয়েছিলেন জাকির। কিন্তু প্রশ্ন উঠেছে কেন বার বার জাকির হোসনের সঙ্গেই এই ধরনের ঘটনা হচ্ছে? তবে কি এর পেছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup