তৃণমূলের দুর্নীতির কথা প্রকাশ্যে বলায় প্রাণনাশের আশঙ্কা করছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীর জ্যেঠতুতো দাদা বিক্রম। বুধবার সাংবাদিকদের সামনে একথা জানিয়েছেন তিনি। এমনকী রাস্তায় বেরোলে গুলি করে দিতে পারে এই আশঙ্কায় তিনি থানায় যেতে পারছেন বলে জানিয়েছেন বিক্রমবাবু।
গত রবিবার বিক্রমবাবু দাবি করেন, ‘তাঁর আবাস যোজনার টাকা লুঠ করেছে তৃণমূল। পরে ঘর করে দেবে বলে প্রতিশ্রুতি দিলেও রাখেনি। যার ফলে ২০১৬ সালে আবাস যোজনার টাকা এলেও তাঁকে এখনো জরাজীর্ণ বাড়িতে থাকতে হচ্ছে। এমনকী স্থানীয় বিধায়ক শিউলি সাহাকে অভিযোগ জানিয়েও কাজ হয়নি’।
দীপক অধিকারীর দাদার মুখে এই অভিযোগে পরদিনই ঘাটাল শহরে পোস্টার লাগিয়ে সাংসদের পদত্যাগ দাবি করে বিজেপি। ওদিকে মঙ্গলবার কেশপুর থানায় বিক্রম অধিকারীর বিরুদ্ধে অসত্য তথ্য পরিবেশনের অভিযোগ করেন বিধায়ক শিউলি সাহা। তিনি জানান, আবাস যোজনার তিন কিস্তির সব টাকা পেয়েছেন বিক্রম। ওর মাথায় গোলমাল রয়েছে বলেও দাবি করেন তিনি।
এই নিয়ে কথা বলতে গিয়ে বুধবার বিক্রমবাবু বলেন, ‘আমি খুব ভয়ে আছি। রাস্তাঘাটে বেরোলে গুলি করে দিতে পারে। যে কোনও মুহূর্তে আমার পরিবারের কিছু একটা হয়ে যেতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি।’ তাঁর দাবি, ‘সত্যি কথা বলায় পাড়ার লোক আমাকে বকাবকি করছে। বলছে তৃণমূল আমাকে আর এলাকায় টিকতে দেবে না। ঘরছাড়া হতে হবে। পুলিশকে জানানোর কথা ভেবেছিলাম। কিন্তু সেখানেও সন্ত্রাসের পরিবেশ।’ তবে কে বা কারা তাঁকে গুলি করতে পারে তা অবশ্য জানাননি বিক্রমবাবু।