বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বোঝাপড়া বিজেপির অন্দরে? সাংসদ চান পৃথক উত্তরবঙ্গ, সায় নেই বিধায়কের

বোঝাপড়া বিজেপির অন্দরে? সাংসদ চান পৃথক উত্তরবঙ্গ, সায় নেই বিধায়কের

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজু সিং বিস্ত (ছবি সৌজন্য ফেসবুক - রাজু বিস্ত) (ফাইল ছবি )

বুধবার শিলিগুড়িতে দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্ব।

বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। এদিকে সেই দাবিকে কেন্দ্র করে বিজেপির একাধিক নেতৃত্ব নানা অবস্থান নিচ্ছেন মাঝেমধ্যেই। এমনকী স্থান কাল ভেদে সেই অবস্থান বদলেও যাচ্ছে ক্রমশ। এবার ফের সেই পৃথক উত্তরবঙ্গ রাজ্য়ের দাবিতে সরব হলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। বুধবার শিলিগুড়িতে দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে ২৯জন বিধায়কের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। এনিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। এসবের মধ্যে রাজু বিস্তের গলায় পৃথক উত্তরবঙ্গ রাজ্য়ের দাবি।

বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। এদিকে সেই দাবিকে কেন্দ্র করে বিজেপির একাধিক নেতৃত্ব নানা অবস্থান নিচ্ছেন মাঝেমধ্যেই। এমনকী স্থান কাল ভেদে সেই অবস্থান বদলেও যাচ্ছে ক্রমশ। এবার ফের সেই পৃথক উত্তরবঙ্গ রাজ্য়ের দাবিতে সরব হলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। বুধবার শিলিগুড়িতে দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে ২৯জন বিধায়কের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। এনিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। এসবের মধ্যে রাজু বিস্তের গলায় পৃথক উত্তরবঙ্গ রাজ্য়ের দাবি।

|#+|

সূত্রের খবর, তিনি এদিন শিলিগুড়িতে জানিয়েছেন, ‘এটা এখানকার স্থানীয় মানুষের দাবি। দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও অনুন্নয়ন থেকেই এই দাবি করে আসছেন স্থানীয়রা। এনিয়ে তাঁর কোনও আপত্তি নেই। প্রয়োজনে এখানকার সাধারণ মানুষের দাবি নিয়ে কিছু বলতে হলে তিনি বলবেনই।’ আর এদিন কয়েকজনের বৈঠকে না আসা প্রসঙ্গে তিনি বলেন,' উত্তরবঙ্গে ২৯জন বিধায়কই একজোট হয়ে থাকবেন। কেউই আগামী দিনে দল ছাড়বেন না। এদিন কোনও শক্তি প্রদর্শনের বৈঠকও ছিল না। খুব কম সময়ের নোটিশে ২৪ জন বিধায়ক উপস্থিত ছিলেন। এর সঙ্গে দলের ভাঙন রুখতে বৈঠক ডাকের কোনও সম্পর্ক নেই।' তবে পৃথক উত্তরবঙ্গ ইস্যুতে বিজেপি সাংসদের সঙ্গে কোনওভাবেই একমত হতে পারেননি বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তিনি জানিয়েছেন, আলাদা রাজ্যের বিষয়টি কারও ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সায় নেই। 

 

বন্ধ করুন