পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। ফলপ্রকাশ হয়ে গিয়েছে। তারপরও রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার বা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটেছে। এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। যার জেরে প্রায় প্রত্যেকদিনই আদালতে হাজিরা দিতে হচ্ছে পঞ্চায়েত রিটার্নিং অফিসার বা বিডিও’দের। বিরোধীরাও নানা অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তাই বিচারপতিদের নির্দেশে বিডিও’দের হাজিরা দিতে হচ্ছে আদালতে। এই আবহে এবার একাধিক বিডিও–কে বদলি করে দিল নবান্ন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের পরে নানা অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী দলের নেতা–নেত্রীরা। পরাজয় তাঁরা মেনে নিতে নারাজ। তাই মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই আবহে একাধিক বিডিও’কে বদলি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে আগামী ১৬ অগস্টের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠন করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তারপরই এমন বদলি নিয়ে সরগরম হয়ে উঠেছে প্রশাসনিক মহলের চর্চা। আবার যে সমস্ত পঞ্চায়েত নিয়ে অভিযোগ উঠেছে এবং মামলা হয়েছে সেসব সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকেও মামলায় যুক্ত করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
কোন জেলাগুলির বিডিও বদলি হল? অন্যদিকে বড়জোড়া, শান্তিপুর, সোনামুখি, বাঁকুড়া,ঝাড়গ্রাম–বিনপুর ওয়ান,পূর্ব মেদিনীপুর-ভগবানপুর ১,পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, মালদা–গাজলের বিডিও’দের বদলি করল নবান্ন। এসব জায়গায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা এবং ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। এমনকী বিডিও এবং এসডিও’দের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। সুতরাং কলকাতা হাইকোর্টের মুখোমুখি হতে হচ্ছে। ইতিমধ্যেই একজন বিডিও ও এসডিও’কে সাসপেন্ড করেছে আদালত। সেখানে মঙ্গলবার রাতে নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বিডিও–এসডিও’দের বদল করা হয়েছে।
আরও পড়ুন: ব্যবসায়ী অপহরণের পিছনে কি পুলিশের যোগ? তদন্তে নেমে তথ্য পেল লালবাজার
আর কী জানা যাচ্ছে? তবে এখানেই শেষ নয়, বদল করা হয়েছে একাধিক থানার আইসি’দেরও। পঞ্চায়েত নির্বাচনে যে কটি জায়গায় হিংসার অভিযোগ উঠেছে এবং কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে সেই জায়গাগুলিতেই বদল করা হয়েছে বলে খবর। আবার বদল করা হয়েছে নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরীকে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন তুহিন বিশ্বাস। নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরীকে পাঠানো হচ্ছে তমলুক পুলিশ লাইনে। আর হাওড়া জিআরপি থেকে নন্দীগ্রাম থানায় আইসি’র দায়িত্ব পাচ্ছে তুহিন বিশ্বাস। আগে তুহিনবাবুই নন্দীগ্রাম থানার আইসি ছিলেন। নন্দীগ্রাম থানা হওয়ার পর প্রথম আইসি ছিলেন তুহিন বিশ্বাস।