বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হারের দায় স্বীকার করে ইস্তফা দিলেন নন্দীগ্রামে BJP-র মণ্ডল কমিটির সভাপতি

হারের দায় স্বীকার করে ইস্তফা দিলেন নন্দীগ্রামে BJP-র মণ্ডল কমিটির সভাপতি

প্রতীকী ছবি (PTI) (HT_PRINT)

জানা গিয়েছে, সম্প্রতি স্থানীয় কৃষি সমবায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালন সমিতির ৫২টি আসনের মধ্যে ৫১টিই পায় তৃণমূল। বিজেপি কোনও আসন পায়নি। এর পর সোমবার জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়কে নিজের পদত্যাগপত্র পাঠান অরূপবাবু।

রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা। দলের হারের দায় নিয়ে পদত্যাগ করলেন কোনও নেতা। ইস্তফা দিয়েছেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি অরূপ জানা। সম্প্রতি সেখানে কৃষি সমবায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি। তার জেরেই ইস্তফা বলে জানিয়েছেন অরূপবাবু।

জানা গিয়েছে, সম্প্রতি স্থানীয় কৃষি সমবায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালন সমিতির ৫২টি আসনের মধ্যে ৫১টিই পায় তৃণমূল। বিজেপি কোনও আসন পায়নি। এর পর সোমবার জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়কে নিজের পদত্যাগপত্র পাঠান অরূপবাবু।

দুর্নীতি নয়, CAA নিয়ে বেফাঁস কথা নয়, চিন্তন শিবিরে নির্দেশ BJP নেতাদের

সংবাদমাধ্যমকে অরূপবাবু জানিয়েছেন, নির্বাচনে হেরেছি। কাউকে না কাউকে তো দায় নিতে হবে। জনগণের ক্ষোভ বুঝে পরাজয় স্বীকার করে আমি সরে গিয়েছি।

তবে অরূপবাবুর ইস্তফা গ্রহণ করতে নারাজ তপনবাবু। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে ওই এলাকা থেকে ব্যাপক লিড পেয়েছিল বিজেপি। সমবায়ের ভোটে ফল আশানুরূপ হয়নি। তাই বলে ইস্তফা দেওয়া উচিত নয়। মণ্ডলের কাজকর্ম অরূপবাবুই দেখবেন।

এই নিয়ে মুখ খুলেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা বলেন, ওদের মধ্যে বিবাদের শেষ নেই। কেন ইস্তফা দিয়েছে কে জানে। ওদের দলের ব্যাপার ওরাই বুঝতে পারবে। নন্দীগ্রামের মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছে।

 

বন্ধ করুন