বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নবীনে ভরসা রাখতে বাধ্য হচ্ছে সিপিএম! দার্জিলিং জেলা সম্পাদকের বদল, দায়িত্বে সমন

নবীনে ভরসা রাখতে বাধ্য হচ্ছে সিপিএম! দার্জিলিং জেলা সম্পাদকের বদল, দায়িত্বে সমন

জীবেশ সরকারের জায়গায় জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন সমন পাঠক

সমন পাঠক বলেন, আমাদের কাছে যেকোনও রাজনৈতিক লড়াই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে যাব।

প্রত্যাশিতভাবেই দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক পদের বদল হল। দুই দফায় জেলা সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছিলেন জীবেশ সরকার। এদিকে সম্প্রতি দলের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছিল দলের জেলা সম্পাদকের পদ ছাড়তে পারেন জীবেশ সরকার।বয়সজনিত কারণে তিনি পদ থেকে সরতে চাইছিলেন বলেনও নানা জল্পনা ছড়িয়েছিল। আর দুদিন ব্যপী দলের জেলা সম্মেলনে সেই জল্পনাটাই বাস্তবে পরিণত হল। এবার তুলনায় কিছুটা কমবয়সী ট্রেড ইউনিয়ন নেতা সমন পাঠককে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পুরসভা নির্বাচনের আগে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশাতেই অন্য় কোনও পথ না দেখে কমবয়সীদের হাতে দায়িত্ব ছাড়তে বাধ্য হচ্ছে সিপিএম। 

জীবেশ সরকার বলেন, আমাদের বৈঠকে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নতুন কমিটির প্রথম সভা হয়েছে। সমন পাঠককে সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই পদে ছিলাম। পাহাড় ও সমতলে সমন পাঠক পরিচিত মুখ। একটা সময় সাংসদ হিসাবেও দায়িত্ব সামলেছেন। ট্রেড ইউনিয়নের দায়িত্বেও ছিলেন। শ্রেণি আন্দোলনেও তাঁর অভিজ্ঞতা আছে। রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। সর্বত্রই আমরা নবীনদেরকেই দায়িত্বে আনতে চাইছি। সেকারণে সমন পাঠককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সমন পাঠক বলেন, আমাদের কাছে যেকোনও রাজনৈতিক লড়াই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে যাব। আমাদের পার্টিতে প্রার্থী নিয়ে কোনও সমস্যা নেই। আমাদের কোথায় দুর্বলতা আছে তা আমরা চিহ্নিত করেছি। একেবারে গরিব মানুষের জন্য আমরা কাজ করব। কঠিন সময় সবসময়ই। একজন ব্যক্তি পার্টিকে পরিবর্তন করে দেবে এমনটা নয়। যৌথভাবে কাজ হবে। 

 

বন্ধ করুন