কলকাতা শহরতলিতে ফের অবৈধভাবে গজিয়ে ওঠা একের পর এক দোকানে আগুন। বৃহস্পতিবার দক্ষিণ শহরতলির সন্তোষপুর স্টেশনের পর শুক্রবার আগুন লাগল নিউ টাউনে। এদিন বেলা ১১টা নাগাদ নিউ টাউনের সিটি সেন্টার দু’য়ের কাছে রাস্তার পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানে আগুন লাগে। খবর পেয়ে দমকল এসে আগুন নেভায়। সন্তোষপুরের মতো এখানেও সিলিন্ডার বিস্ফোরণ করে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার বেলা ১১টা নাগাদ বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে বানানো ঝুপড়ি দোকানে আগুন লাগে। বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ স্থানীয়রা আগুন লেগেছে বুঝতে পেরে দমকলে খবর দেন। চৈত্রের শুষ্ক গরমে আগুনের শিখা ততক্ষণে বেশ প্রশ্রয় পেয়েছে। তার ফলে বাঁশ ও দরমার বেড়া দিয়ে তৈরি দোকানগুলি জতুগৃহের মতো জ্বলতে থাকে।
স্থানীয়রাই পাশের আবাসন থেকে জল দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তেমন ফল হয়নি। পরে দমকল এসে প্রচুর কাঠখড় পুড়িয়ে আগুন নেভায়। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেন তিনি। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।
শুক্রবার সন্ধ্যায় একই রকম অগ্নিকাণ্ড ঘটেছিল সন্তোষপুর স্টেশন লাগোয়া অবৈধ দোকানগুলিতে। সেখানেও সিলিন্ডার ফেটেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। যার যেরে শিয়ালদা - বজবজ শাখায় বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ভোগান্তি পোহাতে হয় অফিস ফেরত যাত্রীদের।