বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ration shop inspection: কুপন দিলেও মিলছে না রেশন, পরিদর্শনে খাদ্য দফতরের আধিকারিকরা

Ration shop inspection: কুপন দিলেও মিলছে না রেশন, পরিদর্শনে খাদ্য দফতরের আধিকারিকরা

রেশন দোকান খতিয়ে দেখছেন খাদ্য দফতরের আধিকারিকরা। নিজস্ব ছবি

রেশন না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। তাঁর বক্তব্য, ‘একটু পারিবারিক সমস্যা চলছে, সেই কারণে হয়তো রেশন দিতে গিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু, কাউকে ফেরানো হচ্ছে না। যদি কোনও সমস্যা হয়ে থাকে সেটা আমার ভুল, আমাকেই ঠিক করতে হবে।’

রাজ্যজুড়ে রেশনের ওপর জোর দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। তারপরেও একাধিক প্রান্তে ডিলারদের বিরুদ্ধে একের পর এক বহু অভিযোগ সামনে এসেছে। কখনও কম রেশন সামগ্রী দেওয়া নিয়ে, কখনও রেশন না দেওয়ার অভিযোগ, আবার কখনও রেশন কার্ড থাকা সত্ত্বেও গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার কুপন কাটা সত্বেও সময় মতো গ্রাহকদের রেশন না দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছে দুর্গাপুরের গোপাল মাঠে। গ্রাহকদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে কুপন দিচ্ছেন রেশন ডিলার, কিন্তু সময় মতো রেশন দিচ্ছেন না। একাধিকবার রেশন ডিলারকে সেই বিষয় নিয়ে জানানো হলেও তিনি কোনও গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ। গ্রাহকদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই এদিন রেশন দোকান খতিয়ে দেখলেন খাদ্য দফতরের আধিকারিকরা।

যদিও রেশন না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। তাঁর বক্তব্য, ‘একটু পারিবারিক সমস্যা চলছে সেই কারণে হয়তো রেশন দিতে গিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু, কাউকে ফেরানো হচ্ছে না। যদি কোনও সমস্যা হয়ে থাকে সেটা আমার ভুল, আমাকেই ঠিক করতে হবে। তবে যেদিন দোকান খোলা হচ্ছে সেদিন সমস্ত গ্রাহককেই রেশন দেওয়া হচ্ছে।’ অন্যদিকে, রেশন দোকানে ঠিকমতো রেশন সামগ্রী আসছে না বলেও অভিযোগ তুলেছেন ডিলার। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে ঠিকমতো রেশন সামগ্রী আসছে না।’ তবে কুপন দেওয়া থাকলে কাউকে ফেরানো হচ্ছে না বলেই তিনি দাবি করেছেন। খাদ্য দফতরের আধিকারিক এদিন তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি রেশন দোকানের নথিপত্র খতিয়ে দেখেছে বলে রেশন ডিলার জানান।

এদিন রেশন দোকান পরিদর্শনে আসে খাদ্য দফতরের ৩ সদস্যের প্রতিনিধি দল। খাদ্য দফতরের এক আধিকারিক রমেন সাহা জানান, তারা অভিযোগ পেলেই খতিয়ে দেখেন। এছাড়াও, গ্রাহকদের অভাব অভিযোগ শুনতে নিয়মিত তাঁরা রেশন দোকান খতিয়ে দেখে থাকেন। পাশাপাশি ডিলারের সঙ্গে কথা বলেন। আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছেন। এর ভিত্তিতে তাঁরা খাদ্য দফতরে রিপোর্ট জমা দেবেন। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন