বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Diamond Harbour Super Speciality hospital: ডায়মন্ড হারবার হাসপাতালে সপ্তাহে ৩দিন ডায়ালিসিস করার দাবিতে রোগীদের বিক্ষোভ

Diamond Harbour Super Speciality hospital: ডায়মন্ড হারবার হাসপাতালে সপ্তাহে ৩দিন ডায়ালিসিস করার দাবিতে রোগীদের বিক্ষোভ

ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের বিক্ষোভ। নিজস্ব ছবি।

এদিন সকাল থেকেই পর্যাপ্ত ডায়ালিসিস না পেয়ে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটের সামনে প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান ডায়ালিসিসের রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। এই জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে মেডিক্যাল কলেজের প্রবেশদ্বার।

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালগুলির মধ্যে একটি হল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে ডায়ালিসিসের সুবিধা রয়েছে। ফলে বহু রোগী ডায়ালিসিসের জন্য এই হাসপাতালের উপরেই ভরসা করে থাকেন। এই অবস্থায় হাসপাতালের তরফে বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়, এবার তিন দিনের পরিবর্তে সপ্তাহে দুদিন ডায়ালিসিস করা হবে। এরই প্রতিবাদে শনিবার হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখালেন ডায়ালিসিসের রোগীরা। শেষে বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হল হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডায়ালিসিস করাতে গিয়েই এইচআইভিতে আক্রান্ত? সরকারি হাসপাতালকে ঘিরে চাপানউতোর

এদিন সকাল থেকেই পর্যাপ্ত ডায়ালিসিস না পেয়ে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটের সামনে প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান ডায়ালিসিসের রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। এই জেরে বেশ কিছুক্ষণ বন্ধ  হয়ে পড়ে মেডিক্যাল কলেজের প্রবেশদ্বার। ডায়মন্ড সুপাস্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস রোগীরা সপ্তাহে ৩ দিন ডায়ালিসিসিরে দাবীতে এই বিক্ষোভ দেখান।বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসক সপ্তাহে তিনদিন করে ডায়ালিসিস করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন করে ডায়ালিসিস পরিষেবা দিচ্ছে। আর এই নিয়ে শনিবার সকাল থেকে বিক্ষোভ মিছিল করতে থাকে ডায়ালিসিস রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। 

দীর্ঘক্ষণ বিক্ষোভের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের এবিষয়ে আশ্বস্ত করলে অবস্থান বিক্ষোভ তুলে নেন রোগীরা।আন্দোলনকারী রোগী হৃদয় পুর কাইত জানান, ৭০ থেকে ৮০ জন রোগী ডায়ালিসিসের জন্য এই হাসপাতালের উপর নির্ভরশীল। তিনি বলেন, একজন এমবিবিএস ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন যে রোগীর সপ্তাহে তিন দিন ডায়ালিসিস প্রয়োজন আছে। আগে এই হাসপাতালে সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করা হত। কিন্তু হঠাৎ করে ডায়ালিসিস তিন দিনের পরিবর্তে ২ দিন করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরফলে রোগীদের সমস্যা হচ্ছে। পা ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ৩ দিন ডায়ালাইসিস করাতে হবে বলে তিনি দাবি জানান।

এ বিষয়ে হাসপাতালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা জানিয়েছেন, বেডের ঘাটতির কারণে এই সমস্যা হচ্ছে। বর্তমানে এই হাসপাতালে ডায়ালিসিসের জন্য ৫টি বেড রয়েছে। তারওপর হাসপাতালে পুরনো রোগীদের পাশাপাশি সাপে কাটা রোগীদের চাপ বাড়ছে। ফলে সকলকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে ডায়ালিসিস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ডায়ালিসিসকারী সংস্থা সঙ্গে আলোচনা হয়েছে। রোগীদের ৩ দিনই ডায়ালিসিস করা হবে, সে বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া আগামী দিনে আরও ১৫ টি বেড ডায়ালিসিসের জন্য বাড়ানো হবে। ইতিমধ্যে এ নিয়ে রাজ্য সরকার জমি দেখতে বলেছে বলে তিনি জানিয়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.