বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri: আচমকাই চোখ জ্বালাপোড়া, শ্বাস কষ্ট, অজানা গ্যাসের আতঙ্কে হৈচৈ জলপাইগুড়িতে

Jalpaiguri: আচমকাই চোখ জ্বালাপোড়া, শ্বাস কষ্ট, অজানা গ্যাসের আতঙ্কে হৈচৈ জলপাইগুড়িতে

জলপাইগুড়ির ছবি

কী কারণে এমনটা ঘটেছে প্রথমে আঁচ করতে পারেননি স্থানীয়রা। পরে সকলের নজরে পড়ে জটিয়াকালী মোড়ে কিছু তরল পড়ে রয়েছে। সেখান থেকেই এলাকায় গন্ধ ছড়িয়ে পড়ে বলেন জানান স্থানীয়রা। এরপর স্থানীয়রা খবর দেয় জলপাইগুড়ি থানার পুলিশ এবং দমকলে।

আচমকাই চোখ জ্বালাপোড়া করতে শুরু করে স্থানীয়দের। শ্বাস নিতেও কষ্ট হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত হইচই পড়ে যায়। দোকানপাট বন্ধ করে দিয়ে এলাকা ছেড়ে দৌড়ে পালালেন মানুষজন। শেষে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির রায়গঞ্জে।

কী ঘটেছিল?

রায়গঞ্জের জটিয়াকালী মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে আচমকাই স্থানীয়দের চোখ জ্বালাপোড়া করার পাশাপাশি ঝাঁঝালো গন্ধে শ্বাস কষ্ট হতে শুরু করে। আতঙ্কে দোকানদাররা দোকানপাট বন্ধ করে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। কী কারণে এমনটা ঘটেছে প্রথমে আঁচ করতে পারেননি স্থানীয়রা। পরে সকলের নজরে পড়ে জটিয়াকালী মোড়ে কিছু তরল পড়ে রয়েছে। সেখান থেকেই এলাকায় গন্ধ ছড়িয়ে পড়ে বলেন জানান স্থানীয়রা। এরপর স্থানীয়রা খবর দেয় জলপাইগুড়ি থানার পুলিশ এবং দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

এরপর দমকল কর্মীরা তরল পড়ে থাকা জায়গাটি অনেকক্ষণ ধরে ধুয়ে দেন। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা নিজামুল মহম্মদ জানান, ‘লঙ্কার মতো চোখ জ্বালাপোড়া করছিল। দম বন্ধ হয়ে আসছিল। ভয়ে দোকান ছেড়ে পালিয়ে যায় অনেকে। এমনকি গন্ধ এতটাই ঝাঁঝালো ছিল যে টোটো চালকরাও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কোন গাড়ি রাস্তা দিয়ে আসলে সেগুলি থেমে যাচ্ছিল। পরে দেখতে পাই কিছু তরল পরে রয়েছে। সেখান থেকেই গন্ধ আসছে। এরপর আমরা দমকলে খবর দিই।’ স্থানীয়দের অনুমান কোনও গাড়ি থেকে কেমিক্যাল জাতীয় পদার্থ পড়েছিল।

বন্ধ করুন
Live Score