বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রামমন্দিরে যাওয়া হচ্ছে না বঙ্গ–বিজেপির বিধায়কদের, নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

রামমন্দিরে যাওয়া হচ্ছে না বঙ্গ–বিজেপির বিধায়কদের, নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

শুভেন্দু অধিকারী-নরেন্দ্র মোদী

এছাড়া এবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। তার আগেই অযোধ্যা থেকে ঘুরে আসতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা এসেছে। তাই মনখারাপ হয়ে পড়েছে অনেক বিধায়কের বলে সূত্রের খবর। সুতরাং পরবর্তী নির্দেশের অপেক্ষাতেই থাকতে হচ্ছে। 

তাল তুলেছিলেন বঙ্গ–বিজেপির বিধায়কদের নিয়ে রামমন্দিরে যাবেন। আর একদিন কাটিয়েই ফিরে আসবেন। দলবল নিয়ে সেখানে হাজির হওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এখন তীরে এসে তরি ডুবে গেল। হ্যাঁ, এই তাল তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষেধ করেছেন বলে সূত্রের খবর। আর তাই সেই নির্দেশ মেনে অযোধ্যায় রামমন্দির দেখতে আপাতত যাওয়া হচ্ছে না বঙ্গ–বিজেপির বিধায়কদের। আগামী ১০ ফেব্রুয়ারি অযোধ্যায় গিয়ে ১১ তারিখ ফিরে আসার পরিকল্পনা করা হয়েছিল। বিজেপি পরিষদীয় দলের সদস্যরা রামলালার দর্শন করতে যাবেন অযোধ্যায় বলে পরিকল্পনা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেটা এখন আর হচ্ছে না বলেই বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর।

এদিকে গত ২২ জানুয়ারি রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। তার পর ঠিক হয়, ফেব্রুয়ারি মাস থেকে দেশের নানা প্রান্তের বিজেপি নেতা–কর্মীরা পালা করে রামমন্দির দেখতে যাবেন। এখন অযোধ্যায় রোজই ব্যাপক জনসমাগম হচ্ছে। লাখ লাখ মানুষজন এখানে ভিড় করছেন রোজ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই অযোধ্যায় মানুষের ভিড়ে পদপিষ্ট হয়ে বড় দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরেজমিনে পরিস্থিতি দেখতে যান অযোধ্যায়। ট্রেন এবং সড়কপথে অযোধ্যায় যাওয়া বন্ধ করে দেয় প্রশাসন।

অন্যদিকে সেই পরিস্থিতি কাটিয়ে এখন আবার ভিড় হচ্ছে অযোধ্যায়। এই পরিস্থিতি দেখে দলের নেতা–কর্মীদের আপাতত অযোধ্যায় আসার কর্মসূচি বাতিল করতে নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সরাসরি প্রত্যেক রাজ্যের শীর্ষনেতাদের ফোন করে আপাতত তাঁদের অযোধ্যা সফর বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে আজ মঙ্গলবার শুভেন্দু অধিকারী আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে আমাদের সকলের রামমন্দির দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু দল আমাদের জানিয়েছে, প্রধানমন্ত্রী আপাতত দলীয় নেতা–কর্মীদের অযোধ্যা যেতে নিষেধ করেছেন। তাই আমাদের অযোধ্যা সফর বাতিল করা হয়েছে। দল আবার নির্দেশ দিলে আমরা রামলালাকে দেখতে যাব।’

আরও পড়ুন:‌ কলকাতা হাইকোর্টের আইনজীবী নিখোঁজ হন, রহস্যমৃত্যুর পর দেহ মিলল বর্ধমানে

এছাড়া এবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। তার আগেই অযোধ্যা থেকে ঘুরে আসতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা এসেছে। তাই মনখারাপ হয়ে পড়েছে অনেক বিধায়কের বলে সূত্রের খবর। সুতরাং পরবর্তী নির্দেশের অপেক্ষাতেই থাকতে হচ্ছে। অযোধ্যায় যে ভিড় হচ্ছে সেখানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিয়ম করে সেখানে যেতে হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সোমবারও লখনউ থেকে অযোধ্যায় গিয়েছিলেন তিনি। জনতার চাপ কমলে তবেই বিজেপি নেতৃত্বকে অযোধ্যায় পা রাখার অনুমতি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

কবি নজরুল মেট্রো স্টেশনের শেড উড়ে গিয়েছে কালবৈশাখীতে, এখনও লাগানো হয়নি নবাবের মেয়ে, আর এই মাইনে! সোহা-র প্রথম চাকরি কর্পোরেটে, টাকার অঙ্কে আঁতকে উঠবেন পরপর ২ দিন কমার পর আজ আবার বাড়ল দাম, ফের নতুন শিখরে উঠবে সোনা? SSC দুর্নীতির তদন্তে উচ্চ প্রাথমিকে নিয়োগেও গরমিলের গন্ধ, খতিয়ে দেখছে সিবিআই IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো ১ জুন মেষে গমন মঙ্গলের, ৩ রাশির অর্থনৈতিক পরিস্থিতিতে আসবে ইতিবাচক পরিবর্তন TRP: একেই বলে যা তা কাণ্ড! নিম ফুলের মধু-ফুলকিকে হটিয়ে টিআরপি টপার জলসার এই মেগা অভিযোগ তুলে নিতে চাপ, সন্দেশখালিতে নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত TMC ‘মমতা দিদি.. আপনি ভয় পেলে পান, PoK আমাদের, ওটা নিয়ে ছড়াব’, হুঙ্কার অমিত শাহের কেন ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থনের কথা বললেন মমতা? ভোটের ফল নিয়ে বড় দাবি দিলীপের

Latest IPL News

IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো টিকিট কিনতে গিয়ে ৩ লক্ষ টাকার Online প্রতারণা! সাবধান, ভুলেও কখনও এমনটা করবেন না গম্ভীর, শ্রেয়স জুটির হাত ধরে অপেক্ষার অবসান, প্রথমবার আইপিএলের টেবিল টপার KKR CSK-র মেন্টাল কন্ডিশনিং কোচকে নিযুক্ত করে জয়ের ঠিকানা খুঁজতে চাইছে পাকিস্তান এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হারের দায় চাপালেন সঞ্জু স্যামসন প্রথম কোয়ালিফায়ারে KKR-র সামনে পড়তে পারে CSK! কোন অঙ্কে সেটা পারবে RR বা SRH? মাটিতে শুয়ে পড়ে প্রভসিমরনের অসাধারণ ক্যাচ ধরলেন যুজি, দেখে চোখ কপালে বোল্টের গম্ভীরও যা পারেননি, তা করে দেখালেন শ্রেয়স! ৫ ম্যাচ বাকি থাকতে IPL-এ ইতিহাস KKR-র টানা ৪ ম্যাচে হার, PBKS-এর কাছে হেরে KKR-এর সুবিধে করল RR, চাপ বাড়াল নিজেদের IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা প্রাক্তনীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.