বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লোকপুরে পুলিশ-কয়লা পাচারকারীদের খণ্ডযুদ্ধে ধৃত আরও ১, মোট গ্রেফতার ১৫

লোকপুরে পুলিশ-কয়লা পাচারকারীদের খণ্ডযুদ্ধে ধৃত আরও ১, মোট গ্রেফতার ১৫

ধৃত সেখ ইমরানকে আদালতে তোলা হচ্ছে। নিজস্ব ছবি।

ধৃতের নাম সেখ ইমরান। শনিবার তাকে তোলা হয় বীরভূমের দুবরাজপুর আদালতে। বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অবৈধ কয়লা মজুদ রাখার অভিযোগে পুলিশ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বীরভূমের লোকপুর। সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সেখ ইমরান। শনিবার তাকে তোলা হয় বীরভূমের দুবরাজপুর আদালতে। বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে শনিবার পর্যন্ত এই কয়লাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ১৫ জন।

গত ২৮ জানুয়ারি লোকপুরে পুলিশি অভিযানকে বাধা দেয় কয়লা পাচারকারীরা। তাতেই রণক্ষেত্র এলাকা রণক্ষেত্র চেহারা নেয়। পাচারকারীদের সঙ্গে দীর্ঘক্ষন ধরে চলে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। যার জেরে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও সেই দাবি পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়।

পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় অবৈধভাবে কয়লা মজুদ করা হয়। তারপরে সেখানে অভিযান চালায় পুলিশ। খয়রাশোল, কাঁকড়তলা এবং লোকপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গত শুক্রবার সেখানে ফের অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫০০ টন অবৈধভাবে মজুদ রাখা কয়লা বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে ২৬ টি ডাম্পার। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই কয়লার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। গত ২৮ জানুয়ারি পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য দফায় দফায় তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় আরও অনেকে জড়িত আছে বলে মনে করছে পুলিশ। তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

বন্ধ করুন