বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coochbehar Photo Journalist death: রেল লাইনে মিলল চিত্র সাংবাদিকের ছিন্ন ভিন্ন দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Coochbehar Photo Journalist death: রেল লাইনে মিলল চিত্র সাংবাদিকের ছিন্ন ভিন্ন দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মৃতদেহের প্রতীকী ছবি

ওই চিত্র সাংবাদিক তুফানগঞ্জের বাসিন্দা। সেখান থেকে ভেটাগুড়ির দূরত্ব ২৯ কিলোমিটার। যা বাসে যাতায়াতের প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় লেগে যায়। সোমবার রাতে রেললাইনে ওপর তার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে।

কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এক চিত্র সাংবাদিকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত চিত্র সাংবাদিকের নাম গোপাল সরকার (২৭)। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে গোপালের। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। কীভাবে ওই চিত্র সাংবাদিক ট্রেনে কাটা পড়লেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি আদৌও আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। গোপালের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে তার পরিবারে।

জানা গিয়েছে, ওই চিত্র সাংবাদিক তুফানগঞ্জের বাসিন্দা। সেখান থেকে ভেটাগুড়ির দূরত্ব ২৯ কিলোমিটার। যা বাসে যাতায়াতের প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় লেগে যায়। সোমবার রাতে রেললাইনে ওপর তার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জিআরপি। তবে তিনি যদি আত্মহত্যা করে থাকেন তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। ইতিমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে জিআরপি। কীভাবে তার মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।

দীর্ঘদিন ধরে চিত্র সাংবাদিকতার সঙ্গে যুক্ত গোপাল। জেলার চিত্র সাংবাদিকতায় তার যথেষ্ট খ্যাতি রয়েছে। জেলার একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন গোপাল। এই অবস্থায় তার আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। কোচবিহার সদর প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস বলেন, গোপাল ভবিষ্যতে জেলার একজন ভালো সাংবাদিক হয়ে উঠতে পারতো। তুফানগঞ্জের চিত্র সাংবাদিক এইভাবে যে অকালে চলে যাবে তা মেনে নেওয়া যায় না। যদিও পরিবারের সদস্যরা এই ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না তবে পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মঘাতী হয়েছিলেন। ময়নতদন্তের রিপোর্টের পর এবিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে জিআরপি।

বন্ধ করুন