শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের হাত ধরে ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে আকাশ পাতাল পরিবর্তন এসেছে। আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে পরিবেশ। দুই দেশের মধ্যে আগে যেখানে মাঠে স্লেজিং সহ নানা কারণে একটা সম্পর্কের কাঠিন্য ছিল তা অনেকটাই কেটে গিয়েছে। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার সহ বিভিন্ন অজি ক্রিকেটার ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে মিলিয়ে ফেলেছেন। এমন কী গত বছর যখন ভারতে ওডিআই বিশ্বকাপ হয়েছিল। সেই সময়ে গ্যালারিতে এক অজি ভক্তের ‘ভারতমাতা কী জয়’ স্লোগানটি রীতিমতো ভাইরাল হয়েছিল। এবার চলতি আইপিএলে ফের আরও একবার ভাইরাল হল আরও এক অজির স্লোগান!
এই অজি নাগরিক আবার যে সে ব্যক্তি নন, তিনি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস হেডেন। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন গ্রেস। সেখানেই তিনি রোহিত শর্মাকে নিয়ে স্লোগান দেন। সাধারণত ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন মুম্বই ইন্ডিয়ান্স খেলে, তখন স্থানীয় দল এবং তাদের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার জন্য অনেককেই ‘মুম্বই চা রাজা রোহিত শর্মা’ এই স্লোগান দিতে দেখা যায়। অর্থাৎ মুম্বইয়ের রাজা রোহিত শর্মা। গ্রেসও বেশ কয়েক বার এই স্লোগানটি দেন। তাঁর এই স্লোগান দেওয়ার ঘটনা ক্যামেরাবন্দি করা হয়। পরবর্তীতে তা পোস্টও হয় সোশ্যাল মিডিয়াতে। আর এই ভিডিয়োটি পোস্ট হয়ে যাওয়ার পরপরেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ওয়াংখেড়েতে সোমবার মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের আগেই মুম্বই ভক্তদের উত্তেজনার পারদ চড়েছিল চড়চড় করে। গ্রেস হেডেনকে এর আগে খুব বেশি ক্রিকেট মাঠে দেখা যায়নি। ফলে এমন পরিবেশ, পরিস্থিতি দেখে গ্রেস হেডেনও বেশ বিস্মিত ছিলেন। ক্রিকেটকে নিয়ে ভারতীয় সমর্থকদের আবেগে তিনি মোহিত হন। তিনি এদিন খেলার আগে মুম্বইয়ের স্থানীয় খাবার চেখে দেখেন। মাঠে এসেও পুরো পরিবেশ বেশ উপভোগ করতে দেখা যায় তাঁকে। রীতিমতো নাচতে, গাইতে দেখা গিয়েছিল তাঁকে। মাঠে বিভিন্ন মুহূর্তকে তিনি ক্যামেরাবন্দিও করে রাখেন। এর মাঝে মাঝেই ভক্তদের সঙ্গে গলা মিলিয়ে রোহিত শর্মাকে নিয়ে স্লোগানও দিতে দেখা যায় তাঁকে।