এলাকার সাধারণ মানুষকে চোর চেনাতে কোমরে দড়ি পরিয়ে দুই যুবক ঘোরালো পুলিশ। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। এভাবে অভিযুক্ত দুই যুবককে কোমরে দড়ি বেঁধে গ্রাম ঘোরানোয় বিতর্কের মুখে পড়েছে পুলিশ। সকলের কাছে দু’জনকে ‘চোর’ বলে পরিচয়ও দেয় পুলিশকর্মীরা। এই দু’জনের থেকে সাবধানে থাকার বার্তাও দেওয়া হয়।
কেন এমন ঘটনা ঘটল? স্থানীয় সূত্রে খবর, জামালপুর থানা এলাকায় রাস্তার ধারে চা, পান, বিড়ি, সিগারেটের বেশ কয়েকটি দোকান রয়েছে। দু’দিন আগে চোরের দল তিনটি দোকানের চাল ভেঙে ভিতরে ঢোকে এবং বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরের দল। চুরির ঘটনা নজরে আসতেই দোকান মালিকরা থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ দু’জন চোরকে ধরে ফেলে। ধৃতদের বাড়ি জামালপুর থানা থেকে প্রায় ২ কিমি দূরে দুই গ্রামে। ধৃতরা দোকানে চুরির কথা স্বীকার করে। তখন ধৃতদের কোমরে দড়ি পরিয়ে দীর্ঘ সড়কপথে ঘোরালো পুলিশ।
এদিকে জামালপুর থানার পুলিশের এই চোর চেনানোর কৌশল সবাইকে হতবাক করেছে। চোরেদের ছবি তুলতে পথচারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধৃতদের নাম শেখ সাবির এবং লব বেরা। তাদেরকেই রাস্তায় ঘোরানো হয় কোমরে দড়ি পরিয়ে। পথে থাকা লোকজনকে পুলিশকর্মীরা ডেকে ডেকে বলেন যে, ‘দেখে রাখুন দুই চোরকে। রাতে এদের আপনার এলাকায় দেখলেই সচেতন হবেন। প্রয়োজন পড়লেই পুলিশকে জানাবেন।’
অন্যদিকে এই বিষয়ে বিতর্ক তৈরি হতেই জেলা পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘এরকম হয়ে থাকলে তা অনৈতিক। এসডিপিও তদন্ত করছে। এখন এই বিষয়ে আমি কিছু বলব না।’ আজ, বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে। তবে আইনজীবীরা পুলিশের এই কাজের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, এই কাজ মানবাধিকার লঙ্ঘনের শামিল।