বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudip Mukherjee: 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সুদীপ!

Sudip Mukherjee: 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সুদীপ!

ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সুদীপ!

Sudip Mukherjee: ছোট পর্দায় তিনি দারুণ পরিচিত। অধিকাংশ সময়ই তাঁকে খলনায়কের চরিত্রে দেখা যায়। কিন্তু জানেন কি এই দাপুটে অভিনেতা নিজেও এক সময় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।

কিছুদিন আগেই নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার প্রসঙ্গে মুখ খুলেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন ছোটবেলায় তিনি কীভাবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তাঁর কিশোরীবেলায় তাঁরই এক আত্মীয় তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন। সম্প্রতি সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মি টু পোস্ট করেছেন তিনি। চূর্ণীর এই পোস্টে উঠে এসেছে নাট্যকর্মী বেণী বসুর কথাও। তিনি কীভাবে নাটকের মঞ্চ থেকে মলেস্টারদের দূরে রাখার চেষ্টা চালাচ্ছেন সেই কথাও এদিন চূর্ণী তুলে ধরেন তাঁর লেখায়। এবার এই বিষয়ে মুখ খুললেন সুদীপ মুখোপাধ্যায়।

যৌন হেনস্থার নিয়ে কী বললেন সুদীপ মুখোপাধ্যায়?

সুদীপ মুখোপাধ্যায় ছোট পর্দার অতি পরিচিত মুখ। বর্তমানে তাঁকে একাধিক ধারাবাহিকে দেখা যাচ্ছে তারই একটি হল স্টার জলসার বঁধুয়া। এখানে একজন মলেস্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু পর্দায় যতই তিনি একজন মলেস্টারের চরিত্রে অভিনয় করুন না কেন বাস্তবে তিনি নিজেই যৌন হেনস্থার শিকার হয়েছেন।

আরও পড়ুন: কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে সাবলীল ঋত্বিক, রয়েছে ভরপুর কমিক রিলিফ, কেমন হল হইচইয়ের অ্যাডভোকেট অচিন্ত্য আইচ?

আরও পড়ুন: 'ভয় করছে...' বলিউডে স্বপ্নপূরণ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা বাংলার কৃষ্ণার! প্রযোজকের হাতে হেনস্থার শিকার অভিনেত্রী

অনেকেই ভাবেন যে কেবল মহিলারাই বোধহয় যৌন হেনস্থার শিকার হন। কিন্তু সেটা নয়। আর সেই বিষয়েই নিজের অভিজ্ঞতা জানিয়ে সুদীপ মুখোপাধ্যায় টিভি ৯ বাংলাকে জানালেন, '৪-৫ বছর বয়স হবে তখন আমার, তখন আমারই এক আত্মীয় আমায় মলেস্ট করেন। আমি সেই ব্যক্তির নাম আর বলতে চাই না। কিন্তু উনি আমায় খুবই মারতেন। আগেকার দিনে ক্যালেন্ডারে থাকা টিনের পাত দিয়ে আমায় মারতেন তিনি। বিভিন্ন ভাবে আমায় মলেস্ট করেছেন।'

এরপর সুদীপ বলেন, 'উনি আমার প্যান্ট পর্যন্ত খুলে দিতেন। আমার গোপনাঙ্গে মারতেন। আমি যখন বাড়িতে একা থাকতাম তখন তিনি এই অসভ্যতা করতে। আমার বাবা বাইরে থাকতেন, আর মা কাজে ব্যস্ত থাকতেন। সেই সুযোগেই তিনি শারীরিক নির্যাতন করতেন আমার। আমি আজও সবটা কাউকে বলতে পারিনি।'

আরও পড়ুন: 'শাড়িও কিনে ফেলেছিলাম, কিন্তু...' সফল গায়ক - চিকিৎসক হয়েও আজীবন ব্যাচেলর থেকে গেলেন সিধু, কিন্তু কেন?

সেই ঘটনার কথা আজও তাড়া করে বেড়ায় সুদীপকে। চেয়েও ভুলতে পারেননি সেই সব দুর্বিষহ স্মৃতি। আজও সেই কথা মনে করলে কেঁদে ওঠেন তিনি। পরিশেষে তিনি জানান, ' অনেকে ভাবেন ছোট বাচ্চা মেয়েদের সঙ্গেই বুঝি শারীরিক নির্যাতন হয়। কিন্তু বাচ্চা ছেলেরাও এর শিকার হন। আর আমি নিজেই তার উদাহরণ।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মুম্বইয়ের আহত অলরাউন্ডার মুশির খান ও তাঁর বাবার সঙ্গে দেখা করলেন রোহিত শর্মা 'জুনিয়র ডক্তারদের দাবি কোনও বিলাসিতা নয়', চাপ বাড়িয়ে মমতাকে চিঠি IMA-র ‘এই ভালো ছবিটা থাক, আমি জানি…’! অনশনে থাকা অনিকেত ভর্তি সিসিইউতে, লিখলেন কিঞ্জল গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.