বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cattle smuggling: পাচার করা হচ্ছিল ৪০৯ টি গরু, তার আগেই উদ্ধার করল পুলিশ, ফের সেই বীরভূম

Cattle smuggling: পাচার করা হচ্ছিল ৪০৯ টি গরু, তার আগেই উদ্ধার করল পুলিশ, ফের সেই বীরভূম

গরু পাচারের চেষ্টা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

গরুগুলি ঝাড়খণ্ড থেকে এরাজ্যে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবনী গ্রামের রাস্তায় গরুগুলিকে আটক করে। সেই সময় গরুগুলির বৈধ নথি দেখাতে পারেননি মালিকরা। পরে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। 

গরু পাচার মামলায় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপরেও বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার। প্রায়ই সেখান থেকে গরু বাইরে পাচার করার অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে ফের গরু পাচারের অভিযোগ উঠল বীরভূমে। যদিও গরুগুলি পাচারের আগেই উদ্ধার করে পুলিশ। বীরভূমের রামপুরহাট এবং নলহাটি থেকে গরুগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

আরও পড়ুন: অবৈধভাবে গরুপাচারের চেষ্টা ভারতে, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

জানা গিয়েছে, গরুগুলি ঝাড়খণ্ড থেকে এরাজ্যে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবনী গ্রামের রাস্তায় গরুগুলিকে আটক করে। সেই সময় গরুগুলির বৈধ নথি দেখাতে পারেননি মালিকরা। পরে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। নলহাটি থেকে প্রায় ২০১টি গরু বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, রামপুরহাট এলাকাতেও একইভাবে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল ২০৮ থেকে গরু। সেগুলিরও কোনও বৈধ কাজপত্র না থাকার কারণে গরুগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। সব মিলিয়ে ৪০৯টি গরু উদ্ধার করা হয়েছে। যদিও গুরুর মালিকদের দাবি, তারা গরুগুলিকে ব্যবসার জন্য এক হাট থেকে অন্য হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন। সেই সময় তাদের ধরা হয়। তাদের বক্তব্য, গরুর বৈধ কাজপত্র ছিল তাদের কাছে। তা সত্ত্বেও পুলিশ গরুগুলি বাজেয়াপ্ত করেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গরুর মালিকরা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর গরু পাচারের অভিযোগ সামনে এসেছে। সেক্ষেত্রে পুলিশের বক্তব্য, কখনও মালদা আবার কখনও মুর্শিদাবাদ হয়ে এই সমস্ত গরু বাংলাদেশে পাচার করা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলি পাচার করার উদ্দেশ্য ছিল বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে ইলামবাজার হয়ে গরু পাচার করা হতো। তবে বর্তমানে পাচারকারীরা তাদের রাস্তা বদলেছে বলেই জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এখন নজর এড়াতে জঙ্গলের পথকে বেছে নিচ্ছে গরু পাচারকারীরা।

এর আগে গত নভেম্বরে গরু পাচারের চেষ্টা করার অভিযোগে পুলিশ বীরভূমে ৬ জনকে গ্রেফতার করেছিল। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ২৮টি গরু। পরে ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তারও আগে গত সেপ্টেম্বর মাসেই পাচারের অভিযোগে ৩৬টি গরুবোঝাই লরি আটক করেছিল রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। এবার ফের বীরভূমে গরু উদ্ধার করল পুলিশ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বিরাট-রোহিতের এই বল নাচানোর ভিডিয়া না দেখলে মিস করবেন! IND vs BAN: সব থেকে বেশি T20I উইকেটে বুমরাহকে টপকানোর সুযোগ আর্শদীপ-হার্দিকের ‘বাচ্চা মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলতে ভাল লাগবে কীরকম!’,ট্রোলারদের জবাব শ্রীজাতর মলদ্বীপে গিয়ে একান্ত মুহূর্তে প্রেমে গদগদ রাঘব-পরিণীতি ক্রিস ওকসের অসাধারণ ক্যাচ, বাতিল করলেন আম্পায়ার! PAK vs ENG ম্যাচে নতুন বিতর্ক সৃজিতের পরিচালনায় নিজেই নিজেকে 'টেক্কা' দিলেন দেব! আগে সংস্কার পরে ভোট, সাফ কথা জানালেন বাংলাদেশের ইউনুস ‘‌আমি খুশি মানুষ স্থায়ী সরকার গড়তে ভোট দিয়েছেন’‌, উপত্যকার ফলে মেহবুবার বার্তা খেলতে না পারলে ফিরিয়ে আনব! দুপ্লেসিসের কড়া বার্তা শুনে রুদ্রমূর্তি ধারণ জোনসের… বৃদ্ধের ফুচকা স্টল রাস্তায় ফেলল সিংঘি পার্কের কর্মকর্তারা, ভিডিয়ো হচ্ছে বুঝেই…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.