বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'ভোট পরবর্তী হিংসায় বাংলায় আক্রান্ত দলিতরা,' অভিযোগ জাতীয় সিডিউলড কাস্ট কমিশনের

'ভোট পরবর্তী হিংসায় বাংলায় আক্রান্ত দলিতরা,' অভিযোগ জাতীয় সিডিউলড কাস্ট কমিশনের

ভোট পরবর্তী ক্ষেত্রে অশান্তি থামাতে কোচবিহারে এভাবেই মাইকিং করে পুলিশ (ফাইল ছবি)

ন্যাশানাল কমিশন ফর সিডিউলড কাস্টের চেয়ারম্যান বিজয় সাম্পলা দুদিনের সফরে বাংলায় এসে এই অভিযোগ তুলেছেন। ভোট পরবর্তী ক্ষেত্রে দলিত সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হচ্ছেন এই তথ্য যাচাই করতেই তিনি বিভিন্ন এলাকায় যান। 

ফের রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। এদিকে ক্ষমতায় ফিরেই জেলায় জেলায় বিরোধীদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। মহিলা ও দলিতরাও রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেইসব অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রের একাধিক টিম বাংলায় এসেছিল। এবার দুদিনের সফরে বাংলায় ন্যাশানাল কমিশন ফর সিডিউলড কাস্টের চেয়ারম্যান বিজয় সাম্পলা। বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার তিনি দাবি করেন, বাংলায় দলিতদের উপর আক্রমণ করা হয়েছে। তার প্রমাণ তিনি পেয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘ঘরের ভেঙে দেওয়া চাল, ঘরের যাবতীয় জিনিসপত্র ছডি়য়ে দেওয়া, অভিযোগকারীর তালাবন্ধ বাড়ি দলিতদের উপর আক্রমণের কথাই বলে।’ পূর্ব বর্ধমানের নবগ্রামে তিনি এই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তাঁর দাবি। তবে আশিস ক্ষেত্রপাল বলে ওই অভিযোগকারীর বাড়ি তালাবন্ধ ছিল, কমিশনের প্রকাশিত বক্তব্যে তেমনই বলা হয়েছে। এমনকী স্থানীয় পুলিশ ও  স্থানীয় প্রশাসনও তাঁর ব্যাপারে কিছু জানেনা, দাবি কমিশনের।

এরপর ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন একথা জেনে তিনি সেখানে যান। কিভাবে তাঁর স্ত্রীকে খুন করা হয়েছিল, কীভাবে তাঁর ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছিল একথা বলতে গিয়ে চোখে জল আসে ওই আক্রান্তের। অন্য একটি গ্রামেও দলিত পরিবারের ১২টি দোকানে তাণ্ডব চালানো হয়েছে বলে দাবি কমিশনের। পুলিশি উদাসীনতা নিয়েও কমিশন মহিলাদের কাছ থেকে নালিশ পেয়েছে। কমিশন ইতিমধ্যেই আক্রান্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যাপারে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছে। এমনকী দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করার ব্যাপারেও তিনি জানিয়েছেন। ২৫টিরও বেশি অভিযোগ শুনেছে কমিশন। 

 

বন্ধ করুন