পোস্ট অফিসের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল এক পোস্টমাস্টারকে। বনগাঁর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পোস্টমাস্টারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান আমানতকারীরা। অভিযুক্তকে পুলিশের সামনেই মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত ওই বেয়ালদহ পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার নন্দগোপাল সর্দার। অভিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে সাধারণ মানুষের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা চলতি বছরের মার্চ মাসে ঘটনার প্রতিকার চেয়ে বনগাঁর প্রধান পোস্ট অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। অবশেষে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেফতার করা হয়। দুপুরের দিকে পোস্টমাস্টারের গ্রেফতারের খবর পেয়ে বনগাঁ থানায় আসেন প্রতারিত আমানতকারীরা। থানার সামনে জমায়েত করেন প্রতারিতরা। সেখানেই গ্রেফতার হওয়া পোস্টমাস্টারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় ক্ষোভে ফেটে পড়েন আমানতকারীরা। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযুক্তকে ধরে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশি হস্তক্ষেপে অভিযুক্তকে আদালতের পথে রওনা করিয়ে দেওয়া হয়।