অনলাইনে লুডু খেলতে খেলতে বিবাহবিচ্ছিন্না তরুণীর সঙ্গে পরকীয়া। সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা স্বরূপ ঘাঁটি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর চারেক আগে মহিষাদলের মালুবসান গ্রামের বাসিন্দা স্বরূপের মোবাইল ফোনে লুডু খেলার সময় পরিচয় হয় পটাশপুরের আমর্ষি এলাকার বাসিন্দা ওই তরুণীর। ক্রমশ দুজনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এমনকী তা শারীরিক সম্পর্কেও গড়ায়। তরুণীকে বিয়ে করতে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন স্বরূপ। এরই মধ্যে প্রেমিকার সঙ্গে তাঁর সম্পর্কে অবনতি হতে থাকে। তাঁকে না জানিয়েই তরুণী অন্যত্র বিয়ে করেন।
অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে স্বরূপ তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এর জেরে তরুণীর শ্বশুরবাড়িতে তুমুল অশান্তি দেখা দেয়। পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বরূপ ঘাঁটিকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে পুলিশের দাবি। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।