খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে উঠেছে র্যাগিংয়ের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হয়েছে। আইআইটি কর্তৃপক্ষের অভিযোএর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের অভিযোগপত্রে কোনও পড়ুয়ার নাম নেই। গত ৮ নভেম্বর খড়্গপুর টাউন থানায় র্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে এবার ছাত্রদের হস্টেলে ‘রাত জাগরণ’ শুরু করলেন অধ্যাপকদের ১০০ জনের সদস্য। রাত জাগরণ অর্থাৎ রাতে ছাত্রদের হস্টেলে হানা দিচ্ছেন অধ্যাপকদের দল। তাঁরা খতিয়ে দেখবেন কোথাও র্যাগিং হচ্ছে কিনা। এই হঠাৎ হানায় র্যাগিং কমবে বলে তাঁদের মত।
কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে? আইআইটি সূত্রে খবর, এই পদক্ষেপের ফলে তিনটি বিষয় একসঙ্গে ঘটবে। এক, হস্টেলের নিরাপত্তা বাড়বে। দুই, রাতে চেকিং হবে। তিন, র্যাগিং রোখা যাবে। তবে এখানের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ছাত্ররা এবার থেকে ইমেল করে জানাতে পারবে র্যাগিংয়ের ঘটনা। এই ধরণের ইমেল পেলে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে। ২০২২ সালে তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছিল। তাতে তোলপাড় হয়েছিল ক্যাম্পাস আইআইটি খড়গপুর ৮ নভেম্বর আবার একটি র্যাগিংয়ের খবর পেল ইউজিসি’র অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের থেকে। সেখানে অভিযোগ জমা করা হয়েছিল। যা ফরওয়ার্ড করা হয় খড়্গপুর টাউন থানাকে। তাতেই নড়েচড়ে বসে খড়দপুর আইআইটি কর্তৃপক্ষ।
এদিকে অভিযোগপত্রে কোনও পড়ুয়ার নাম নেই। সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমেস্টারের এক পড়ুয়া র্যাগিংয়ের শিকার হয়েছে। তৃতীয় ও চতুর্থ বর্ষের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাছাড়া শরৎ কালের সেমিস্টার উপলক্ষ্যে আইআইটি খড়গপুর ১৯ পাতার একটি গাইডলাইন আপলোড করেছে। ১৬ হাজার পড়ুয়াকে তা পাঠানো হয়েছে। যেখানে র্যাগিংয়ের সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। সেখানেই বলা আছে কেউ র্যাগিংয়ের শিকার হলে কোথায় অভিযোগ করবে। ইনস্টিটিউটের যে ইমেল আইডি পড়ুয়াদের দেওয়া আছে সেখান থেকে যে অভিযোগ আসবে তাকে অগ্রাধিকারের সঙ্গে গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিন, নওশাদ সিদ্দিকীকে নোটিশ দিল পুলিশ
অন্যদিকে সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়াকে সারারাত র্যাগিং করা হয়েছে। ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটেছে তার সন্ধান শুরু হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, গত ৮ নভেম্বর ইউজিসি’র অ্যান্টি র্যাগিংয়ের পোর্টালে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ইউজিসি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ২৪ ঘণ্টার মধ্যে খড়গপুর টাউন থানায় এফআইআর করা হয়। কিন্তু কে অভিযোগ করেছে জানা যায়নি। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি ইমেল আইডি তৈরি করে তা পড়ুয়াদের উদ্দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ইমেল আইডি হল—antiragging@iitkgp.ac.in