আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষত শুক্রবার বৃষ্টির দাপট বেশি থাকবে। বাড়বে তাপমাত্রা। কমবে শীত। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় কবে বৃষ্টি হবে, সরস্বতী পুজোয় কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, তা দেখে নিন একনজরে -
উত্তরবঙ্গ
বুধবার (২ ফেব্রুয়ারি): দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃ্হস্পতিবার (৩ ফেব্রুয়ারি): উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি): সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। সব জেলারই কয়েকটি জেলায় ভারী (৭০ থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। ওই জায়গাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে।
শনিবার (৫ ফেব্রুয়ারি, সরস্বতী পুজো): বৃষ্টির দাপট কমবে। তবে সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।
দক্ষিণবঙ্গ
বৃ্হস্পতিবার (৩ ফেব্রুয়ারি): উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি): দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়ার একটি বা দুটো জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি): অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য: বৃহস্পতিবারের বৃষ্টির বিবরণ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিট। সেই মোতাবেক শনিবার তথা সরস্বতী পুজোর সকালে বৃষ্টি হতে পারে। তারপর কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।