সন্দেশখালির জেলা পরিষদ সদস্য উত্তম সরদারকে সাসপেন্ড করল তৃণমূল। শনিবার রেড রোডে তৃণমূলের ধরনা মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক। উত্তম সরদারের বিরুদ্ধে ক্ষোভ থেকেই বুধবার প্রথম উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। তাঁকে দল থেকে সাসপেন্ড করার প্রশ্ন উঠছে, তবে কি উত্তমকে গ্রেফতার করবে পুলিশ? তাছাড়া যার প্রশ্রয়ে উত্তমের বাড়বাড়ন্ত, সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন এতদিনেও পদক্ষেপ করতে পারল না তৃণমূল?
এদিন পার্থবাবু বলেন, ‘আমরা তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। কিন্তু এই যে উত্তম সরদার, জেলা পরিষদ সদস্য, অঞ্চল তৃণমূলের সভাপতি, এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে। লোকজনকে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস পার্টিটা কিন্তু সিপিএমের মতো নয়। আমি দলীয় নেতাদের নির্দেশে ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে জেলা পরিষদের সদস্য উত্তম সরদারকে ৬ বছরের দল সাসপেন্ড করল’।
আরও পড়ুন: জামিন হল না আরাবুলের, মুখ ঢেকে এলেন তৃণমূলের দাপুটে নেতা
গত বুধবারের ঘটনার পর উত্তম সরদারকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর বসিরহাটের এসডিপিও সংবাদমাধ্যমকে বলেন, উত্তম সরদারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। যদিও গ্রামবাসীদের দাবি, উত্তমের বিরুদ্ধে আগেই লিজের টাকা না দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। বুধবার তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক মহিলা। প্রশ্ন উঠছে, পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ নেই বলে দাবি করেছে, তাকে কেন সাসপেন্ড করল তৃণমূল? আর অভিযোগ থাকলে তাকে কেন থানা থেকে ছেড়ে দেওয়া হল? অনেকের মতে, জনরোষের চাপে উত্তম সরদারকে গ্রেফতার করতে চলেছে পুলিশ। তার আগে তাকে ঝেড়ে ফেলল তৃণমূল।
উত্তম সরদারের সাসপেনশকে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘উত্তমকে শাস্তি দেওয়ার তৃণমূল কে? শাহজাহানের কী হল? পুলিশমন্ত্রী এতদিন ধরে একজনকে গ্রেফতার করতে পারছেন না তাহলে কেন তিনি সেই পদে বসে রয়েছেন? আমাদের দাবি উত্তম সরদারকে গ্রেফতার করতে হবে।’
উত্তম সরদারের সাসপেনশনে প্রশ্ন উঠছে, সন্দেশখালির আরেক অভিযুক্ত শিবপ্রসাদ হাজরাকে কেন ছাড় দেওয়া হল। আর কেন এখনো গ্রেফতার হল না সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান। ইডির ওপর হামলার ৫ সপ্তাহ পরেও কোথায় সে?