বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sayani Ghosh: ‘বাপেরও বাপ আছে’, হুমকি দেওয়া তৃণমূল নেতাকে ‘বসিয়ে দেওয়ার’ ইঙ্গিত সায়নীর

Sayani Ghosh: ‘বাপেরও বাপ আছে’, হুমকি দেওয়া তৃণমূল নেতাকে ‘বসিয়ে দেওয়ার’ ইঙ্গিত সায়নীর

সায়নী ঘোষ (ছবি ফেসবুক)

বিরোধীদের হুমকি দিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম। এবার সেই নেতার প্রসঙ্গে পালটা তোপ দেগে যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ বললেন, ‘এই ধরনের নেতাদের সময় মতো দল বসিয়ে দেবে।’

নদিয়ায় এক রাজনৈতিক জনসভা থেকে মন্ত্রী, বিধায়কের সামনে দাঁড়িয়েই বিরোধীদের হুমকি দিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম। এবার সেই নেতার প্রসঙ্গে পালটা তোপ দেগে যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ বললেন, ‘এই ধরনের নেতাদের সময় মতো দল বসিয়ে দেবে।’ নিজের বক্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মারিশদা গ্রামের সফরের উল্লেখ করেন সায়নী ঘোষ।

এর আগে নদিয়ার চাপড়ার এক জনসভা থেকে শুকদেব ব্রহ্ম বলেছিলেন, ‘ভোটের দিন বিজেপি, সিপিএম, কংগ্রেসের সমর্থকদের বাড়ি থেকে বেরোতে দেব না। সেদিন শুধুমাত্র ময়দানে থাকবে তৃণমূল কংগ্রেস।’ এই মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ বলেন, ‘এসব বড় বড় কথা যাঁরা বলছেন তাঁরা নিজেকে মমতা বন্দ্যপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা ভাবছেন। যাঁরা নিজেদের দলের থেকেও বড় মনে করবেন, তাঁদের ক্ষেত্রে মানুষ অবধি সুযোগ যাবে না। দলই ঠিক সময়ে তাঁদের বসিয়ে দেবে।’

এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে সায়নী বলেন, ‘দেখলেন তো অভিষেকদা গিয়ে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন। কেউ যদি মনে করেন আমরা দল করি, যা খুশি বলে ফেলব, করে ফেলব তা চলবে না।’ প্রসঙ্গত, কাঁথির সভায় যোগ দিতে যাওয়ার পথে মারিশদায় গ্রাম থেকে নামেন অভিষেক। অভিষেককে দেখে ঘিরে ধরেন গ্রামের মহিলারা। বলেন, ‘আমরা কিছুই পাইনি।’ এরপরই পূর্ব মেদিনীপুরের মারিশদা গ্রামের পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করতে বলেছিলেন অভিষেক। অভিষেকের ভর্ৎসনার মুখে বিড়ম্বনায় পড়েন মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমুরানি মণ্ডল। রবিবারই তিনি পদত্যাগ করেন।

বন্ধ করুন