বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ghatal: প্রধান শিক্ষকের দুর্ব্যবহারে স্কুলে আসছে না পড়ুয়ারা, কড়া নির্দেশ দিলেন SDO

Ghatal: প্রধান শিক্ষকের দুর্ব্যবহারে স্কুলে আসছে না পড়ুয়ারা, কড়া নির্দেশ দিলেন SDO

স্কুলের শিক্ষকদের কড়া নির্দেশ দিলেন মহকুমা শাসক। প্রতীকী ছবি

বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল যে এলাকার মানুষজন ওই স্কুলে তাদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন না। বিষয়টি খতিয়ে দেখতে এদিন এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক। তখন অভিভাবকরা তাঁকে জানান প্রধান শিক্ষকের দুব্যবহারের জন্য এরকম তারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না।

সম্প্রতি একটি স্কুলের পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফলে পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এই অভিযোগ পেয়ে স্কুল এবং এলাকা পরিদর্শন করলে মহকুমা শাসক। আজ শুক্রবার ঘাটালের সাতপাড়া প্রাথমিক স্কুল পরিদর্শন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। এর পরেই তিনি স্কুলের শিক্ষকদের কড়া বার্তা দিয়েছেন। পড়ুয়ারা এবং এলাকার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে হবে বলে জানিয়ে দিয়েছেন মহকুমা শাসক।

বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল যে এলাকার মানুষজন ওই স্কুলে তাদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন না। বিষয়টি খতিয়ে দেখতে এদিন এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক। তখন অভিভাবকরা তাঁকে জানান প্রধান শিক্ষকের দুব্যবহারের জন্য এরকম তারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। মহকুমা শাসক এলাকার মানুষদের তাদের ছেলে মেয়েদেকে স্কুলে পাঠানোর জন্য আবেদন করেন। একই সঙ্গে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এরপর তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ব্রততী হাজরা মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মহকুমা শাসক স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে জানান, প্রয়োজনে প্রতিটা বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে।

স্থানীয়দের অভিযোগ, স্কুলে মাত্র দুই জন শিক্ষক রয়েছে। তার উপর প্রধান শিক্ষক খারাপ ব্যাবহার করছেন। এরপরে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাওয়ায় তৎপর হন মহকুমা শাসক। তিনি বলেন, এই মূর্তি স্কুলে পড়ুয়ার সংখ্যা নয় জন। তবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে কোনও ছাত্র নেই। শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরে বেশ কয়েকজনকে ভর্তি করিয়েছেন। এখন আরও বেশি করে যদি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকের সঙ্গে কথা বলা যায় তাহলে ছাত্র সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা করছেন।

বন্ধ করুন