পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র চোরাচালানকারীর হদিস মিলল। বারুইপুরের পর এবার হুগলির ডানকুনির হাউসিং মোড় এবং মুর্শিদাবাদের ডোমকল থেকে আরও ২ ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ডানকুনিতে ধৃতের নাম মাশাদুল মণ্ডল। তার কাছ থেকে ৫টি সিঙ্গল শট পিস্তল এবং একটি রাইফেল উদ্ধার হয়েছে। তাকে জেরা করে আজ রবিবার মুর্শিদাবাদের দমকলের কুচেমারার থেকে মিনারুল সেখ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে এসটিএফ।
পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রের চোরাচালানকারী গ্রেফতার বারুইপুরে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র বাংলায় ঢুকেছিল। তা মুর্শিদাবাদে মিনারুলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল মাশাদুলের। বেআইনি আগ্নেয়াস্ত্র চোরাচালানের খবর পেয়ে প্রথমে শনিবার গভীর রাতে ডানকুনির হাউসিং মোড় থেকে মাশাদুলকে গ্রেফতার করে এসটিএফ। তাকে জেরা করে মিনারুলের নাম জানতে পারেন গোয়েন্দারা। রবিবার সকালে ডোমকলে হানা দিয়ে শেষমেশ মিনারুলকেউ গ্রেফতার করতে সক্ষম হয় এসটিএফ।
দুজনকেই আজ আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানাবেন গোয়েন্দারা। কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কোন পথে তা বাংলায় ঢুকেছিল? এই পাচার চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। উল্লেখ্য, শুক্রবার আগ্নেয়াস্ত্রের চোরাচালান রোধে বড়সড় সাফল্য পেয়েছে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। আগ্নেয়াস্ত্রসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং কাশীপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শোনপুর বাজার থেকে ওই চোরাচালানকারীকে গ্রেফতার করেছিল।