বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মানিকপাড়া কলেজে অফিসের মধ্যেই ঘেরাও প্রিন্সিপাল, বিচ্ছিন্ন করা হল বিদ্যুৎ সংযোগ

মানিকপাড়া কলেজে অফিসের মধ্যেই ঘেরাও প্রিন্সিপাল, বিচ্ছিন্ন করা হল বিদ্যুৎ সংযোগ

ঘেরাও হয়ে রয়েছেন ঝাড়গ্রামের মানিকপাড়া কলেজের প্রিন্সিপাল। ছবি সৌজন্যে ফেসবুক।

কলেজের প্রিন্সিপাল উমা ভৌমিক এনিয়ে ব্যবস্থা গ্রহণের সময় দেওয়া হয়নি বলে ছাত্রদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।

ঝাড়গ্রামে মানিক পাড়া কলেজে প্রিন্সিপালকে আটকে রেখে বিক্ষোভ দেখল পড়ুয়ারা। প্রিন্সিপালের অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে, ঘরের জানলা দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। ৪৩ ডিগ্রী গরমের মধ্যেও যেভাবে ছাত্ররা প্রিন্সিপালকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে তাতের সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। সোমবার প্রিন্সিপালকে ঘেরাও করার অভিযোগ উঠেছে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও ঘেরাও করার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।

বিক্ষোভকারীদের অভিযোগ, দিন কয়েক আগে কলেজেরই কয়েকজন সিনিয়র জুনিয়র এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। যার জেরে অপমানিত হয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে। এর পাশাপাশি কলেজের অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদ জানায় পড়ুয়ারা। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য শেখ নজরুল অভিযোগ করেন, ‘যারা ওই কলেজছাত্রীকে রিগিং করেছিল তারা বহিরাগত। তারা কলেজের পড়ুয়া নয়, সে বিষয়ে কলেজকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছি।’

যদিও কলেজের প্রিন্সিপাল উমা ভৌমিক এনিয়ে ব্যবস্থা গ্রহণের সময় দেওয়া হয়নি বলে ছাত্রদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘ ছাত্ররা আমার সঙ্গে কথা বলার পর ৫ মিনিটের মধ্যে আমার রুমের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা কেটে দেয়। প্রায় ১৫০ জন ছাত্র বিক্ষোভ করে।’ পরে ঘটনার খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ প্রিন্সিপালকে উদ্ধার করে।

বন্ধ করুন