পার্কিং শিলিগুড়ে শহরের অন্যতম বড় সমস্যা। সেই সমস্যা দূর করতে এবং শহরের রাস্তায় যানজট কমাতে একটি বহুতল ও পার্কিং লট তৈরির পরিকল্পনা অনেক আগেই করেছিল মহাকুমা পরিষদ বোর্ড। তার জন্য এগ্রি মার্কট প্রকল্পের জায়গায়ও বাছা হয়েছিল। এ বার তার বদলে মহকুমা পরিষদ ভবনের পাশের ভবনে তৈরি করা হতে পারে বহুতল ও পার্কিং লট।
তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদ বোর্ডের সভাধিপতি অরুণ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, 'শহরে পার্কিং লট করার দরকার আছে। পার্কিং লট সহ একটি বহুতল নির্মাণের চিন্তাভাবনা রয়েছে। তবে এখনও সেই বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।' তবে এই প্রকল্প বাস্তবায়িত হতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে তিনি জানান।
পরিষদের সভাধিপতি আরও জানান, দীর্ঘদিন ধরেই স্টেডিয়ামের পাশে তাদের জমি পতিত অবস্থায় পড়ে রয়েছে। পরিষদ সেখানেই আন্ডারগ্রাউন্ড পার্কিং-সহ মার্কেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই জমির পাশে বিচারকদের বাংলো, এবং অতিরিক্ত জেলাশাসকের বাংলো রয়েছে। এছাড়া বেশকিছু অফিসও রয়েছে। ওই সব এলাকায় গাড়ি রাখা নিয়ে প্রায়শই সমস্যায় পড়তে হয়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মহকুমা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন পরিষদের আধিকারিকেরা।
আরও পড়ুন। কলকাতায় আরও বাড়তে পারে পেঁয়াজের দাম, এই মূল্যবৃদ্ধির পিছনে দায়ি কে?
আরও পড়ুন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, কড়া পদক্ষেপের নির্দেশ
প্রসঙ্গত, মহকুমা পরিষদ বাম পরিচালিত বোর্ড অধীনে থাকাকালীন ওই জমিতে এগ্রি মার্কেট প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল। যদিও পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পার্কিং লট-সহ বহুতল তৈরি নিয়ে এসজেডিএ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। প্রায় ১৩.৮ কাঠা জমি রয়েছে, যেখানে প্রায় ৮ কোটি টাকা খরচ করে বহুতল নির্মাণ করা হতে পারে বলে পরিষদ সূত্রে জানা গিয়েছে। এসজেডিএ-এর সঙ্গে আলোচনা এগিয়েছে। রাজ্য সরকারের ছাড়পত্র মিললেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সভাধিপতি।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একই সঙ্গে শহরের যানজটের সমস্যা অনেকটা কমবে। পাশাপাশি মহাকুমা পরিষদের আয়ও বাড়বে বলে মনে করেছেন পরিষদের সভাধিপতি।