প্রকাশ্য মঞ্চে শিশির অধিকারীকে পিতৃস্থানীয় বলে উল্লেখ করে প্রণাম করায় বুধবারই কাঁথির তৃণমূলি পুরপ্রধান সুবল মান্নাকে অপসারণের নির্দেশ দিয়েছে দল। আর সেই নির্দেশের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করলেন সুবলবাবু। তাঁর মন্তব্য, আমাদের হিন্দু সংস্কৃতিতে রয়েছে বাবা - মাকে প্রণাম করা। তাতে যদি দল অসন্তুষ্ট হয় তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
এদিন সুবলবাবু বলেন, ‘আমি এখনও কোনও চিঠি পাইনি কোনও রকম নির্দেশ আসেনি। চিঠি পেলে উপযুক্ত পদক্ষেপ করব। এটা একটা প্রশাসনিক পদ। আমি প্রশাসনিক পদে আছি। যখন যেমন চিঠি আসবে আমি তার জবাব দেব। অনেক পরীক্ষা দিয়েছি, আবার পরীক্ষা দিতে হবে। দল ভাবছে। আমি দলের অনুগত সৈনিক।’
এর পর তিনি বলেন, ‘আমাদের হিন্দু সংস্কৃতি অনুসারে নিয়ম আছে বাবা - মাকে প্রণাম করা। তাতে যদি দল অসম্মানিত হয়ে থাকে দলের কাছে আমি ক্ষমা চাইছি’।
বলে রাখি, সম্প্রতি একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলের শিশির অধিকারী ও সুবল মান্না। সেখানে তিনি শিশিরবাবুকে নিজের রাজনৈতিক অভিভাবক বলে উল্লেখ করেন। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কাঁথির তৃণমূলি কাউন্সিলর। এর পরই তাঁকে শো কজ করে দল। যদিও সুবলবাবুর দাবি, তিনি শো কজের কোনও চিঠি পাননি।