বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu in Haldia: 'জেতার তিন ঘণ্টা পরেই…না হলে আমার নাম শুভেন্দু নয়,' তৃণমূলের জন্য দিলেন বিরাট দুঃসংবাদ

Suvendu in Haldia: 'জেতার তিন ঘণ্টা পরেই…না হলে আমার নাম শুভেন্দু নয়,' তৃণমূলের জন্য দিলেন বিরাট দুঃসংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

একেবারে সরাসরি হুঁশিয়ারি তৃণমূলকে। জেতার পরের দিন সকালে তিন ঘণ্টার মধ্য়েই হলদিয়ার গেট থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাতের হুঁশিয়ারি। 

হলদিয়া টাটা স্টিল ও টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুরের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে সোমবার গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূলকে নিশানা করে সরাসরি হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর হুঁশিয়ারি লোকসভা ভোটে ক্ষমতায় এলে তিন ঘণ্টার মধ্য়ে তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাত করব। সেই সঙ্গে তিনি দায়িত্বে থাকাকালীন কীভাবে এলাকায় উন্নয়ন হয়েছে সেই সম্পর্কেও বলেন তিনি। 

তাঁর মতে, আমি দায়িত্বে থাকাকালীন জেলায় বহু উন্নয়ন হয়েছে। দুঃস্থ মানুষকে সাহায্য, স্কুলগুলিকে আর্থিক সহায়তা, রাস্তাঘাট নির্মাণ করা, এলাকাকে দুষণমুক্ত করার জন্য় গাছ বসিয়েছিলাম। এখন আর কোনও কাজই হয় না। 

তিনি শুভেন্দু অধিকারী। একসময় ছিলেন তৃণমূলের দাপুটে মন্ত্রী। আর বর্তমানে তিনিই রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি যখন তৃণমূলে ছিলেন তখন হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। হলদিয়ায় তখন শেষ কথা ছিলেন তিনিই। তবে এখনও তাঁর দাপট কিছু কম নয়। কিন্তু তৃণমূলে থাকাকালীন শাসকদলের মন্ত্রী হিসাবে যে প্রভাব ছিল সেটা আগের তুলনায় কিছুটা কমেছে। 

তিনি বলেন, ‘পঞ্চায়েতে ভোট লুঠ করেছে। লোকসভায় এটা হবে না। যেদিন হারবে পরের দিন হলদিয়ার কারখানার গেট থেকে চোর তৃণমূলকে উৎখাত করব। যদি না পারি তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।’ 

 সোমবার হলদিয়ার পুজোতে গিয়ে তিনি বলেন, লোকসভা ভোটে ক্ষমতায় আসার পরের দিন তিন ঘণ্টার মধ্যে হলদিয়া থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাত করব। একেবারে সরাসরি হুঁশিয়ারি। সেই সঙ্গে তাঁর দাবি আগামী লোকসভা ভোটে হলদিয়া ও কাঁথি কয়েক লাখ ভোটে জয়লাভ করবে। তবে বাস্তবে শুভেন্দুর এই দাবির সঙ্গে বাস্তবে কতটা মিল হয় এখন সেটাই দেখার। 

তবে তিনি এদিন দাবি করেছেন হলদিয়ায় পুরসভা ভোট হলে তৃণমূলের শোচনীয় পরাজয় হবে। 

সামনেই লোকসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। তবে এবার শুভেন্দু অধিকারীর কাছে বড় চ্যালেঞ্জ। গতবারের আসন ধরে রাখাটাই এবার বড় পরীক্ষা বিজেপির কাছে। তবে শুভেন্দু এদিন জানিয়েছেন, লোকসভা ভোটে ক্ষমতায় আসার পরের দিন তিন ঘণ্টার মধ্যে হলদিয়া থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাত করব। আগামী লোকসভা ভোটে হলদিয়া ও কাঁথি কয়েক লাখ ভোটে জয়লাভ করবে। তবে শেষ পর্যন্ত হিসেব কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। 

 

বাংলার মুখ খবর

Latest News

বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা, হুইলচেয়ারে চেপে হাসপাতাল থেকে বেরোলেন গোবিন্দা এই ৩ রাশি হল মা দুর্গার সবচেয়ে প্রিয় রাশি, যাঁদের উপর সর্বদা থাকে দেবীর কৃপা TRP: আনন্দীর আগমনে চাপে গীতা! পুজোর আবহে কথার বাজিমাত, কমল ফুলকি-পর্ণার নম্বর মহিলা T20 বিশ্বকাপে আজ ভারত-নিউজিল্যান্ড লড়াই! ট্র্যাক রেকর্ডে চিন্তা স্মৃতিদের সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা রোহিতরা বিশ্বকাপ জিতেছেন, হরমনপ্রীতরা পারবেন? দেখুন ভারতের গ্রুপ, সূচি ও স্কোয়াড বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, বিবৃতি দিল আওয়ামি লিগ স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.