বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dhupaguri By Election: ‘নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতেই ধূপগুড়িতে প্রার্থী বীর নারী’, বললেন শুভেন্দু

Dhupaguri By Election: ‘নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতেই ধূপগুড়িতে প্রার্থী বীর নারী’, বললেন শুভেন্দু

ধূপগুড়ির জনসভায় শুভেন্দু অধিকারী

এ দিনের সভায় ধূপগুড়ি উন্নয়ন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'নানা ভাবে অবহেলিত ধূপগুড়ি। গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অপর্দাথ পিসি-ভাইপো ধূপগুড়িকে মহকুমা করেনি। হাসপাতালে গেলে রেফার হতে হয়। আর না হলে পথেই মরতে হয়।

শেষবেলায় চমক দিয়ে ধূপগুড়ি উপনির্বাচনে পুলওয়ামার শহিদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি। তাঁরই সমর্থনে বৃহস্পতিবার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বিবেকানন্দ ক্লাবের মাঠে জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাপসীকে বীর নারী আখ্যা দিয়ে শুভেন্দু বলেন,'নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ায়ই মোদিজির উদ্দেশ্য। তাই ধূপগুড়ি উপনির্বাচনে নারী শক্তিকে মুখ করেই বীর নারীকে প্রার্থী করা হয়েছে।'

এ দিনের সভায় ধূপগুড়ি উন্নয়ন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'নানা ভাবে অবহেলিত ধূপগুড়ি। গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অপর্দাথ পিসি-ভাইপো ধূপগুড়িকে মহকুমা করেনি। হাসপাতালে গেলে রেফার হতে হয়। আর না হলে পথেই মরতে হয়।পশ্চিমবঙ্গে আয়ুস্মান ভারত লাগু করতে দেয়নি মুখ্যমন্ত্রী। বাইরে গেলে টাকা দিয়ে চিকিৎসা করাতে হবে।' স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা পান কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু।

(পড়তে পারেন। ওকে ৫ তারিখের আগে অন্য জেলায় পাঠাতে হবে, ধূপগুড়িতে কমিশনের কাছে নালিশ শুভেন্দুর)

(পড়তে পারেন। JUতে পুলিশকে কুকথা বলার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চেয়ে আদালতে রাজ্য)

এই প্রসঙ্গ তিনি আরও বলেন,'কল্যাণীতে এইমস করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে এইমসের জন্য জায়গা চেয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী জায়গা দেবেন না। আসলে উত্তরবঙ্গে এইমস হোক চান না মুখ্যমন্ত্রী।'

(পড়তে পারেন। মুখ্যমন্ত্রীর বিদেশ যাবেন কুণাল, যেতে চেয়ে হাইকোর্টে আবেদন, মত দিতে সময় চাইল CBI)

বৃহস্পতিবার মুম্বইতে বৈঠক বসেছে 'ইন্ডিয়া' জোট। জোটকে কটাক্ষ করে শুভেন্দু বলেন,'এরা পরিবারবাদী পার্টি। মোদী এদের চুরি ধরেছে তাই পরিবারবাদীরা এক হয়েছে মুম্বাইতে। আজ তৃতীয় পার্টি হচ্ছে।এরা ভ্রষ্টাচারী, দুর্নীতি বাদী।'

বন্ধ করুন