বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: JUতে পুলিশকে কুকথা বলার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চেয়ে আদালতে রাজ্য

Suvendu Adhikari: JUতে পুলিশকে কুকথা বলার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চেয়ে আদালতে রাজ্য

শুভেন্দু অধিকারী। 

যাদবপুরে ১৭ অগাস্টের সভায় পুলিশকে উদ্দেশ করে কুকথা বলার অভিযোগ শুভেন্দুবাবুর বিরুদ্ধে। শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চেয়ে আদালতে রাজ্য সরকার। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে পুলিশকে উদ্দেশ করে কুরুচিকর ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পুলিশ। বৃহস্পতিবার দায়ের করা এই মামলায় শুভেন্দুবাবুর আইনজীবীকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত ১৭ অগাস্ট আদালতের অনুমতি নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ওই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চা।

এদিন রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী পুলিশকে উদ্দেশ করে কুরুচিকর ও উসকানিমূলক মন্তব্য করেছেন। ‘হুলিগান মমতা পুলিশ’ বলে আইনরক্ষকদের আক্রমণ করেছেন তিনি। এজন্য তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় যাদবপুর থানা। আদালত তার অনুমতি দিক।

বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর প্রতিবাদে গত ১৭ অগাস্ট গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে ভারতীয় জনতা যুব মোর্চা। এর পর সভা করে পুলিশ ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন বিজেপি নেতারা। পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় আদালত থেকে অনুমতি নিয়ে এই কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। মিছিলকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চার নম্বর গেটের সামনে মিছিল পৌঁছতেই বিজেপি নেতাদের বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতর থেকে জুতো দেখানোর অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে। পালটা ‘গোলি মারো’ স্লোগান তোলে গেরুয়া শিবির।

বিশেষজ্ঞদের মতে, এই মামলা শেষ পর্যন্ত গৃহীত হলে আদালতে বড় ধাক্কা খেতে হতে পারে শুভেন্দুবাবু তথা বিজেপিকে। কারণ, বিজেপিকে কোনও কর্মসূচির অনুমতি যে পুলিশ দেবে না তা এতদিনে স্পষ্ট। ফলে কর্মসূচি আয়োজন করতে তাদের অনুমতি নিতে হবে আদালত থেকেই। আর এই মামলা আদালত গ্রহণ করলে সরকার যুক্তি দিতে পারবে, শুভেন্দুবাবুর বিরুদ্ধে আদালতের অনুমতি নিয়ে আয়োজিত সভা থেকে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। যার ফলে আদালতের অনুমতি পেতে চাপে পড়তে হবে তাদের।

 

বন্ধ করুন