বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সবংয়ে শুভেন্দু–অনুগামীদের বাড়িতে ভাঙচুর, বোমাবাজি, অভিযুক্ত মানস ভুঁইয়া–ঘনিষ্ঠরা

সবংয়ে শুভেন্দু–অনুগামীদের বাড়িতে ভাঙচুর, বোমাবাজি, অভিযুক্ত মানস ভুঁইয়া–ঘনিষ্ঠরা

সবংয়ে ভাঙচুর। ছবি :‌ সংগৃহীত

অমূল্য মাইতি এদিন স্পষ্ট জানিয়েছেন, ‘‌এ ঘটনার সঙ্গে সরাসরি মানসবাবু যুক্ত। কয়েকদিন আগে তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে যারা তাঁকে সমর্থন করবে না তাদের ওষুধ তাঁর জানা আছে এবং তিনি সেই ওষুধ তাদের দেবেন। সেই ওষুধই কাল রাত থেকে প্রয়োগ করা শুরু করেছেন তিনি।’‌‌

রাতের অন্ধকারে হামলা চলল ‘‌দাদার অনুগামী’‌দের বাড়িতে। ‌অভিযোগ, বাড়ি ভাঙচুর, এলাকায় বোমাবাজির পাশাপাশি তাঁদের দেওয়া হয়েছে হুমকিও। সোমবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনায় ফের প্রকাশ উঠে এলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি এ ঘটনায় সরাসরি অভিযোগ এনেছেন মানস ভুঁইয়ার অনুগামীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, সোমবার নন্দীগ্রামে রাসমেলায় অংশ নেওয়ার পর বিকেলের দিকে সবংয়ে ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রভাত মাইতির বাড়িতে যান শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা। প্রাক্তন ব্লক সভাপতি প্রভাতবাবুর বাড়িতে ‘‌দাদা’‌কে নিয়ে তাঁরা ‘‌অনুগামী’‌রা বাইক মিছিল করে যান আর এদিন গভীর রাতে দেড়টা নাগাদ ওই বাড়িতেই হামলা চালায় তৃণমূলের আর এক গোষ্ঠীর কর্মী–সমর্থকরা। হামলা চলে একাধিক তৃণমূলকর্মীর বাড়িতে। এরা মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। তাঁর অভিযোগ, রাতেই আরও চারজন তৃণমূলকর্মীর বাড়িতে ব্যাপক হামলা চলে। করা হয় মারধরও।

এদিন গভীর রাতেই পুলিশকে খবর দেন অমূল্য মাইতি। ঘটনাস্থলে এসে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এদিকে, মানস ভুঁইয়ার অনুগামীদের অভিযোগ, এ ঘটনার পেছনে তাঁরা নয়, বিজেপি জড়িত। অভিযোগ অস্বীকার করে বিজেপি দাবি করেছে, মানস ভুঁইয়া ও অমূল্য মাইতির মধ্যে সঙ্ঘর্ষে তাদের ফাঁসানো হচ্ছে। মঙ্গলবার এ ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, ‘‌সমস্ত বিষয়ে খোঁজ–খবর নেওয়া হচ্ছে। তবে আমার মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। বিজেপি এখন এলাকা দখল করতে মরিয়া। বিজেপি–ই এই ঘটনা ঘটিয়েছে।’‌

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি অভিযোগ করে বলেছেন, ‘সম্প্রতি স্থানীয় ব্লক তৃণমূল নেতা প্রভাত মাইতির স্ত্রী প্রয়াত হন। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এর পর সোমবার গভীর রাতে মানস ভুঁইয়ার অনুগামী অতনু সিং আর অনন্ত তুংয়ের নেতৃত্বে ২৫–৩০ জনের হার্মাদ বাহিনী প্রভাত মাইতি ও অন্য কয়েকজন তৃণমূলকর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। বোমাবাজি করেছে।’‌

অমূল্য মাইতির আরও অভিযোগ, ‘‌এই অতনু সিংয়ের বিরুদ্ধে আমি স্বরাষ্ট্রসচিব, পুলিশ সুপারের কাছে বহুবার অভিযোগ জানিয়েছি। কিন্তু পুলিশ এর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি।’‌ তিনি আরও জানান, ইতিমধ্যে এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার কথা জানানো হয়েছে শুভেন্দু অধিকারী–সহ দলের অন্য নেতৃত্বকে। আমরা দেখছি দল কী ব্যবস্থা নেয়।’‌ অমূল্য মাইতি এদিন স্পষ্ট জানিয়েছেন, ‘‌এ ঘটনার সঙ্গে সরাসরি মানসবাবু যুক্ত। মানসবাবুই ইন্ধন দিয়ে এ সব করাচ্ছেন। কয়েকদিন আগে তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে যারা তাঁকে সমর্থন করবে না তাদের ওষুধ তাঁর জানা আছে এবং তিনি সেই ওষুধ তাদের দেবেন। সেই ওষুধই কাল রাত থেকে প্রয়োগ করা শুরু করেছেন তিনি।’‌‌

বাংলার মুখ খবর

Latest News

‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম' 'যারা ভোট লুঠ করতে চাইছে, তাদের জন্য এবার…' সুপ্রিম রায় নিয়ে উচ্ছসিত মোদী স্নান করে শুধু মুখে জল খেতে নেই, এমনই বলেন অনেকে! কেন জানেন, কী বলছে বিজ্ঞান ভোট দিয়ে বাড়িতে যেতেই মৃত্যু ৯১ বছরের বৃদ্ধার, মর্মান্তিক ঘটনা কর্ণাটকে স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস ব্রালেট কাটিং ব্লেজার পরে বোল্ড লুকে ভূমি, এই পোশাকের দাম জানলে চমকে উঠবেন ৪৪ বছরের রেকর্ড তাপমাত্রা, কর্মীদের স্বার্থে একগুচ্ছ সিদ্ধান্ত কলকাতা পুরসভার ইভিএম নিয়ে দুটি বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ভোট দেওয়ার আগে জেনে নিন প্রার্থীপদ বাতিল হতেই ছুটলেন আদালতে, কিন্তু সুরাহা পেলেন না দেবাশিস ধর কবে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ১৬ ভারতীয়? মুখ খুলল বিদেশ মন্ত্রক

Latest IPL News

স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.