বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাজি ফেটেও তো দুর্ঘটনা হয়, বললেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি

বাজি ফেটেও তো দুর্ঘটনা হয়, বললেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি

আহত ২ শিশু।

তিনি বলেন, ‘বাজি থেকে অনেক দুর্ঘটনাই ঘটছে। আমার অনুগামীরাই ওখানে গিয়ে বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসার পর বাচ্চারা হাসছে - খেলছে। কী হয়েছে সেটা কেউ ঠিক করে বলতে পারছে না।

বোমা নয়, বাজি ফেটে দুর্ঘটনা। নরেন্দ্রপুরে ৫ নাবালকের আহত হওয়ার ঘটনায় এমনই ইঙ্গিত করলেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার। এলাকাবাসীর দাবি, প্রবীরবাবুর লোকজনই এলাকায় বোমা মজুত করছিল। বেশ কয়েকবছর ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা করছেন তিনি। ওদিকে অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন প্রবীর সরকার।

এদিন তিনি বলেন, ‘বাজি থেকে অনেক দুর্ঘটনাই ঘটছে। আমার অনুগামীরাই ওখানে গিয়ে বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসার পর বাচ্চারা হাসছে - খেলছে। কী হয়েছে সেটা কেউ ঠিক করে বলতে পারছে না। অনেকে বলছে কেউ একটা বোম ছুড়েছে। বোম ছুড়লে কী অবস্থা হতে পারে সেটা সবাই জানেন। আজ আমি জেলা সভাপতিকে নিয়ে সেখানে যাব। অভিভাবকদের সঙ্গে কথা বলে বুঝব কী হয়েছে’।

ওদিকে গ্রামবাসীদের দাবি এলাকার জমি ও একের পর এক ভেড়ি দখল করে নিয়েছেন প্রবীরবাবু। ভেড়ির মাটি বিক্রি করে ২ কোটি টাকা আয় করেছেন তিনি। অন্য দল থেকে এসে গোটা এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা চালাচ্ছেন। খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যে মাঠে ঘটনা ঘটেছে সেখানে দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী পুজো করেন স্থানীয়রা। কিন্তু নিজে ওই পুজো করবেন বলে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি নির্মিয়মান মণ্ডপে ভাঙচুর চালিয়েছে তাঁর অনুগামীরা।

 

বন্ধ করুন