বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নবীন-প্রবীণ বিতর্কের মধ্যে আসল ও নকল তৃণমূলের কথা বললেন সায়নী

নবীন-প্রবীণ বিতর্কের মধ্যে আসল ও নকল তৃণমূলের কথা বললেন সায়নী

সায়নী ঘোষ। ফাইল ছবি

বুধবার বকেয়া আদায়ের দাবিতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তার নেতৃত্ব দিয়েছিলেন সায়নী ঘোষ। সেই সভা থেকেই তিনি দলীয় নেতা কর্মীদের বকেয়া আদায়ের ডাক দেন। সেখানে তিনি মন্তব্য করেন, তৃণমূলের মধ্যে কোনও নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই। 

লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে প্রকট হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। গত কয়েকদিন ধরে এ নিয়ে তৃণমূলের বিভিন্ন নেতাদের মুখে বিস্ফোরক মন্তব্য শোনা যাচ্ছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে নানাভাবে পরিস্থিতি আয়ত্তে চেষ্টা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু, তা সত্ত্বেও তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ বিতর্ক অব্যাহত রয়েছে। এই অবস্থায় তৃণমলের কোনও নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই বলেই বার্তা দিলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর মতে, দলের মধ্যে রয়েছে আসল তৃণমূল এবং নকল তৃণমূল।  

আরও পড়ুন: ‘নিজের এলাকা সামলান’, দ্বন্দ্বে ইতি টানতে অর্জুনকে কড়া বার্তা কুণালের

বুধবার বকেয়া আদায়ের দাবিতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তার নেতৃত্ব দিয়েছিলেন সায়নী ঘোষ। সেই সভা থেকেই তিনি দলীয় নেতা কর্মীদের বকেয়া আদায়ের ডাক দেন। সেখানে তিনি মন্তব্য করেন, তৃণমূলের মধ্যে কোনও নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই। তৃণমূলের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটি হল আসল এবং নকল তৃণমূল। কারা আসল তৃণমূল এবং কারা নকল তৃণমূল তা সকলেই জানে। এখানে থেমে না থেকে সায়নী ঘোষ বলেন, নকল তৃণমূলদের খুঁজে দিলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এর পাশাপাশি এদিনের সভায় তিনি লোকসভা নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করার বার্তা দেন। তিনি বলেন, দলের যুবরা চোখে চোখ রেখে লড়াই করবে। আর দলের প্রবীণরা দূরে বসে তা দেখবেন। তারা নির্দেশ দেবেন। লোকসভার সবকটা আসনই তৃণমূলের কাছে থাকবে বলে তিনি দাবি করেছেন।

তৃণমূল নেত্রী ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং খোকন দাস। এছাড়াও ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী স্বপন দেবনাথের হুঁশিয়ারি, সেখানে বিজেপি একটাও পতাকা লাগাতে পারবে না। সে বিষয়ে তিনি যুবকদের আহ্বান জানান।অন্যদিকে, এ নিয়ে পালটা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, তারা অনেক জায়গায় সভাতে যান কিন্তু, কোনও মানুষ তাদের জিজ্ঞাসা করে না কেন্দ্র কেন টাকা দিচ্ছে না? তৃণমূলের বক্তব্য, অনেকের বাড়িতে কোদাল রয়েছে। যদি কোনও বিজেপি নেতা ভোট চাইতে যান, তাহলে তাদের দিয়ে মাটি কাটানো হবে। তাতে তাদের বুঝিয়ে দেওয়া হবে যে কত কষ্ট করে মাটি কাটা হচ্ছে আর সেই টাকা দেওয়া হচ্ছে।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.