বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC MLA: টোটো চালাচ্ছেন তৃণমূল বিধায়ক, ছবি দিলেন ফেসবুকে, এই বাজারে একী কাণ্ড!

TMC MLA: টোটো চালাচ্ছেন তৃণমূল বিধায়ক, ছবি দিলেন ফেসবুকে, এই বাজারে একী কাণ্ড!

টোটো চালাচ্ছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুক

একজন লিখেছেন, আমাদের কাউন্সিলর দু দশটা গাড়ি ছাড়া রাস্তায় বের হন না। সবই নেতা নেত্রীদের দয়া। অপরজন লিখেছেন, বৈচিত্রময় জীবন আপনার। কাল প্লেনে গিয়ে কোনও ফাইভ স্টার হোটেলে তো আজ টোটো চালকের আসনে।

মনোরঞ্জন ব্যাপারী। তিনি একদিকে লেখক। বলা ভালো দলিত লেখক। তিনি নিজেই এভাবে পরিচয় দিতে অভ্যস্ত। বহু পুরষ্কার রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর লেখার কদর রয়েছে বিশ্বজুড়েই। অন্য়দিকে তিনি বলাগড়ের তৃণমূল বিধায়ক। মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় তিনি টোটো চালিয়ে এলাকায় ঘুরছেন। কাঁধে গামছা। আসলে অনেকেই বলেন, বিধায়ক হওয়ার আগেও লেখক হিসাবেও জাতীয় ও আন্তর্জাতিকস্তরে তাঁর খ্যাতি কিছু কম নয়। এদিকে তৃণমূল বিধায়ক হওয়ার পরে তাঁর জীবন চর্চায় ঠিক কী ধরনের পরিবর্তন হয় সেদিকেও নজর ছিল বঙ্গবাসীর। কিন্তু আপাতভাবে তিনি এখনও তাঁর ফেলে আসা সংগ্রামের জীবনটাকে পুরোপুরি ফেলে দেননি। এখনও তাঁকে দেখা যায় টোটো চালাতে। এখনও তাঁকে দেখা যায় গ্রামের অতি সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে।

সেই মনোরঞ্জন ব্যাপারী কভার ফটোতে দিয়েছেন টোটো চালানোর সেই ছবি। তিনি নিজেই লিখেছেন টোটো চেপেই আমি জনসংযোগ করি। তবে নেটনাগরিকরা অবশ্য় অত সহজে বিষয়টি মেনে নিতে চাইছেন না। তাঁদের কয়েকজনের দাবি, ফটো শুট করার জন্য এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পুরোটাই লোকদেখানো।

এদিকে একজন নেটনাগরিক প্রস্তাব দিয়েছেন, টোটোর বদলে অ্য়াম্বুল্যান্স চালাতে দেখলে গর্ব বোধ করতাম। তাহলে অনেক হতদরিদ্র মানুষ অবহেলায় মারা যেতেন না। তবে এর জবাবও দিয়েছেন বিধায়ক। আমার বিধায়ক কোটায় দুটো অ্যাম্বুল্যান্স এসেছে। লিখেছেন তৃণমূল বিধায়ক।

একজন লিখেছেন, আমাদের কাউন্সিলর দু দশটা গাড়ি ছাড়া রাস্তায় বের হন না। সবই নেতা নেত্রীদের দয়া। অপরজন লিখেছেন, বৈচিত্রময় জীবন আপনার। কাল প্লেনে গিয়ে কোনও ফাইভ স্টার হোটেলে তো আজ টোটো চালকের আসনে।

তবে বিধায়ক এর আগে তাঁর আয় ব্যয়ের হিসাবও প্রকাশ্য়েই জানিয়ে দিয়েছিলেন। অনেকেই বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও ব্যতিক্রমী মনোরঞ্জন ব্যাপারী। তবে নেট নাগরিকদের একাংশের প্রশ্ন, শাসকদলের বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তখন সেই দলে তিনি থাকেন কীভাবে? কেন তিনি দ্বিচারিতা করেন? কেন তিনি শাসকদলের একাংশের দুর্নীতির বিরুদ্ধে সরাসরি, প্রকাশ্যে প্রতিবাদ করেন না? কেন তিনি রাজনীতি ছেড়ে কেবলমাত্র লেখার জগতে নিজেকে আবদ্ধ করেন না? প্রশ্নটা সাধারণ মানুষের।

অনেকেই বলছেন, তৃণমূল নেতাদের অনেকের সম্পত্তি দেখলে চোখ কপালে ওঠে। সেজায়গায় এই টোটো চালানোর ছবি যেন অন্যরকম।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.