Manoranjan byapari
সেরা খবর
সেরা ভিডিয়ো
সদ্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এক ভাষণের ভিডিয়ো পোস্ট করেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ভিডিয়োতে তৃণমূল বিধায়কের বক্তব্যে উঠে আসে 'এক বিহারী, সউ বিমারী' বক্তব্য। এরপরই 'বিহারীবাবু' তথা তৃণমূলের আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে উদ্দেশ্য করে টুইট করেন শুভেন্দু। নিজের টুইটে শুভেন্দু প্রশ্ন করেন, 'বিহারীবাবু শক্রঘ্ন সিন্হার কাছে আমার বিনীত প্রশ্ন,'। তিনি লেখেন, 'স্যার, তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অপমানজনক বক্তৃতা সম্পর্কে আপনি কী মনে করেন?' 'আপনার নতুন দলের সহকর্মীর বিহারীদের প্রতি অনুভূতি খুবই স্বচ্ছ।' পাল্টা মনোরঞ্জন ব্যাপারীর শুভেন্দুকে তোপ দাগতে ছাড়েননি। মনোরঞ্জন ব্যাপারী বলেন, 'শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেননি।' তিনি বলেন, 'ভাষা চেতনা সমিতির বৈঠকে মানুষ আমাকে বাংলাদেশে পাঠানোর কথা বলেছিলেন।' 'কারণ আমি বাংলা বলেছিলাম।' 'আমার কি পাল্টা বলা উচিত ছিল না?' 'অধিকারী আমার বিপক্ষ, তাই আমাকে টার্গেট করছেন।' উল্লেখ্য, মনে করা হচ্ছে, এই ভিডিয়োটি গতবছরের। গোটা বিতর্ক থেকে দূরে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, তিনি গোটা বিহারী জাতিকে টার্গেট করে কিছু বলতে চাননি।