বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালদহ মেডিক্যাল কলেজে শুরু হবে টেলি মেডিসিনের মাধ্যমে ব্রেন স্ট্রোকের চিকিৎসা

মালদহ মেডিক্যাল কলেজে শুরু হবে টেলি মেডিসিনের মাধ্যমে ব্রেন স্ট্রোকের চিকিৎসা

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

শুধু ব্রেন স্ট্রোকই নয়, হার্ট অ্যাটাক হলে সেই রোগীর যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, সেজন্য স্বাস্থ্য দফতরের তরফে একটি পোর্টাল খোলা হয়েছে।

‌করোনা আবহে টেলি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রচলন একটু একটু করে শুরু হয়েছিল। এবার ব্রেন স্ট্রোকের চিকিৎসাও টেলি মেডিসিনের মাধ্যমে করা সম্ভব। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টেলি মেডিসিনের মাধ্যমে শুরু হতে চলেছে ব্রেন স্ট্রোকের চিকিৎসা। ইতিমধ্যে চিকিৎসকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এবার থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত কোনও রোগী যদি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসে, তাঁদের ক্ষেত্রে প্রশিক্ষিত চিকিৎসকরা প্রয়োজনে বিখ্যাত নিউরো সার্জেন ও মেডিসিন বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে হাসপাতালের প্রশিক্ষিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা একযোগে রোগীর চিকিৎসা করতে পারবেন। রোগীর সিটি স্ক্যান রিপোর্ট দ্রুত বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে তাঁদের মূল্যবান পরামর্শ পাওয়া যাবে। এই প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতীম মুখোপাধ্যায় জানান, ‘‌ব্রেন স্ট্রোকে আক্রান্ত কোনও রোগী এলেই এই হাসপাতালে বিশেষজ্ঞদের পরামর্শ মতো দ্রুত চিকিৎসা পরিষেবা শুরু করে দেওয়া যাবে। এতে ব্যাপক সাড়া মিলবেও বলে আশা করছি।’‌

শুধু ব্রেন স্ট্রোকই নয়, হার্ট অ্যাটাক হলে সেই রোগীর যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, সেজন্য স্বাস্থ্য দফতরের তরফে একটি পোর্টাল খোলা হয়েছে। এই প্রসঙ্গে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার পার্থ প্রতীম মুখোপাধ্যায় জানান, ‘‌ব্রেন স্ট্রোকে আক্রান্ত কোনও রোগী এলেই প্রথমে তার সিটি স্ক্যান করা হবে। সেই সিটি স্ক্যানের রিপোর্ট স্বাস্থ্য দফতরের পোর্টালে আপলোড করা হবে। সেই রিপোর্ট দেখে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের মতামত দেবেন। সেই মতামত অনুযায়ী প্রশিক্ষিত চিকিৎসকরা টেলি মেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন।’‌

বন্ধ করুন