পাক্কা তিন ঘণ্টা পড়ে আছে। তারপরই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ঠিক ১২ টায় আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করবেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা গেলেও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। সূত্রের খবর, পড়ুয়াদের সুবিধার্থে দ্রুত উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের উপর জোর দিয়েছে সংসদ। তবে রাজ্যের লাখ-লাখ পরীক্ষার্থীর এখনও মার্কশিট এবং সার্টিফিকেট তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। তাই প্রাথমিকভাবে ফলপ্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে কলেজে আবেদন প্রক্রিয়া চালু করা যাবে (যেহেতু অনলাইনে হবে, তাই প্রাথমিকভাবে হার্ডকপি লাগবে না)। পরবর্তীতে হাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি পাবেন পড়ুয়ারা।
কবে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এবার দিনের দিন পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না। সপ্তাহখানেক মতো তাঁদের অপেক্ষা করতে হবে। আগামী ৩১ মে (বুধবার) সকাল ১১ টা থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করবে সংসদ। সংসদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: WBJEE 2023 Results: উচ্চমাধ্যমিকের পরেই রাজ্য জয়েন্টের রেজাল্ট, কবে? কখন র্যাঙ্ক কার্ড পাবেন?
সংসদের চারটি আঞ্চলিক দফতর থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে - উত্তরবঙ্গের আঞ্চলিক কার্যালয় (দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং); বর্ধমান আঞ্চলিক কার্যালয় (পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি এবং পশ্চিম বর্ধমান); মেদিনীপুর আঞ্চলিক কার্যালয় (পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) এবং কলকাতা আঞ্চলিক কার্যালয় (কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ)।
আরও পড়ুন: HS Results 2023: উচ্চমাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে এবার জোড়া পরিবর্তন, বড় সিদ্ধান্ত সংসদের
কীভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রভিশনাল মার্কশিট দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com-তে যেতে হবে পড়ুয়াদের।
২) হোমপেজেই উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার সুযোগ পাবেন। সেখানে রোল নম্বর দিয়েই রেজাল্ট দেখতে পারেন পড়ুয়ারা।
৩) স্ক্রিনে যে রেজাল্ট দেখানো হবে, তাতে নম্বর, গ্রেড, পার্সেন্টাইল (সার্বিক ও বিষয়-ভিত্তিক) থাকবে। সেইসঙ্গে ওই ‘প্রভিশনাল’ মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়াা।
অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)