আগামী ২ মে (বৃহস্পতিবার) মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাধ্যমিকের ফলাফল যে খুব শীঘ্রই ঘোষণা করা হবে, তা আজই জানিয়েছিল ‘হিন্দুস্তান টাইমস বাংলা’। সেই খবরে সিলমোহর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন যে আগামী মাসের দ্বিতীয় দিনেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। পয়লা মে এমনিতেই ছুটি থাকে। তাই ২ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। তবে এখনও মধ্যশিক্ষা পর্ষদের তরফে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে ঠিক কখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে পর্ষদ ফল ঘোষণা করবে এবং কখন থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে যখনই ফল প্রকাশিত হোক না কেন, ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় নিজের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। শুধু তাই নয়, আগেভাগেই নিজেদের রোল নম্বর, নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারবে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা
এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।
কীভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন?
এবার wbresults.nic.in ওয়েবসাইটের পাশাপাশি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় এসে পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তাহলেই মাধ্যমিকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবে পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, পরীক্ষার্থীরা সকলের আগেই মাধ্যমিকের ফলাফল জানতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। নিজেদের কয়েকটি তথ্য দিয়েই নাম নথিভুক্ত করতে পারবে পড়ুয়ারা। আর রেজাল্ট বেরোলেই তাদের কাছে অ্যালার্ট পাঠাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’।
মাধ্যমিক রেজাল্ট ঘোষণার দিনেই কি মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে?
বিষয়টি নিয়ে আপাতত পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। তবে পর্ষদ সূত্রে খবর, দিনের দিনই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ যেদিন (২ মে) আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে, সেদিনই পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে বলে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানিয়েছেন পর্ষদের এক আধিকারিক।