বাংলার উপকূল এলাকায় পাওয়া গেল চারটি ছোট সাইজের ডলফিন জাতীয় জলজপ্রাণীর দেহ। আশ্চর্যজনকভাবে চারটি ডলফিন জাতীয় জলজ প্রাণী যা Porpoises নামে পরিচিত সেগুলির পাখনা কাটা রয়েছে। শুশুক জাতীয় এই প্রাণীর দেহকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
আইআইএসইআর কলকাতার বায়োলজিকাল সায়েন্সের প্রফেসর পূণ্যশ্লোক ভাদুড়ি জানিয়েছেন, প্রায় এক দশক ধরে আমরা উপকূলের ১০ কিমি এলাকা জুড়ে কাজ করছি। এর আগেও আমরা ডলফিল ও পরপয়েসের দেহ পেয়েছিলাম। গত দুবছরে আমরা অন্তত চারটি porpoise-এর দেহ পেয়েছি যেগুলির পাখনা কাটা ছিল।
অভিজ্ঞ মহলের মতে, Porpoise ডলফিনগোত্রীয় জলজ প্রাণী। দুই প্রাণীই উষ্ণ রক্তের স্তন্যপ্রায়ী প্রাণী। ফারাক বলতে ডলফিনের মুখটা কিছুটা বড়। আর ডলফিন সাইজে কিছুটা বড় হয়।
কিন্তু কীভাবে ডলফিনের ডানা কাটা গেল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরো ও বনদফতরকে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞানী জানিয়েছেন, কিছু একটা অস্বাভাবিক ব্যাপার হয়েছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কোনও বেআইনী কাজ ওখানে হয়েছে। আমরা সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করেছি।
ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরো কলকাতার পূর্বাঞ্চলীয় দফতরের ডেপুটি ডিরেক্টর অগ্নি মিত্র জানিয়েছেন, আমরা কিছু তথ্য পেয়েছি। সেই অনুসারে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে না এটা বৃহত্তর ক্ষেত্রে কিছু হয়েছে।
WTI'র মেরিন প্রজেক্টের কো প্রিন্সিপাল ইনভেসটিগেটর সাজান জন জানিয়েছেন, এর আগে এভাবে ডলফিন হত্যার ঘটনা বিশেষ শোনা যায়নি। অনেক সময় মাছ ধরার জালে বা ট্রলারের ধাক্কায় মারা যায়। পরবর্তী সময়ে সেগুলি পাড়ে নিয়ে আসা হয়।