BENGAL : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দুশো পেরিয়েছে। বুধবার আটটায় দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ২১৩। এর মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে গিয়েছেন, মারা গিয়েছেন সাত জন। অর্থাত্, এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬৯। এই সংখ্যাটি অবশ্য রাজ্যের দেওয়া অ্যাক্টিভ কেসের সংখ্যার থেকে অনেকটাই বেশি। কোন সংখ্যাটি সঠিক, এই নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।
কলকাতা ও তার সংলগ্ন এলাকা ক্রমশই করোনার কবলে এসে পড়ছে। গতকালই দুই চিকিত্সক ও একজন ল্যাব টেকনিশিয়ানের শরীরে করোনার চিহ্ন মিলেছে।

এখনও পর্যন্ত ২১৩টি কেস নিয়ে রাজ্যগুলির মধ্যে করোনা সংক্রমণে ১৩তম স্থানে আছে পশ্চিমবঙ্গ। কিন্তু রাজ্যে যথেষ্ট সংখ্যক টেস্ট হচ্ছে না এই অভিযোগ বারবার উঠছে। মোট আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশের মধ্যে এক নম্বরে মহারাষ্ট্র।

এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ১১৪৩৯। মৃত ৩৭৭। এর জেরে ৩ মে অবধি লকডাউন বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার।