বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পুলিশ কন্সটেবল নিয়োগ পরীক্ষায় বিধাননগরে গ্রেফতার ৭ ভুয়ো পরীক্ষার্থী

পুলিশ কন্সটেবল নিয়োগ পরীক্ষায় বিধাননগরে গ্রেফতার ৭ ভুয়ো পরীক্ষার্থী

লবনহ্রদ বিদ্যাপীঠ। নিজস্ব চিত্র

রবিবার ছিল উত্তর ২৪ পরগনা পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী ধরতে ছিল কড়া ব্যবস্থা। অ্যাডমিট কার্ড পরীক্ষা চলাকালীন সেখানে লেখা বাবার নাম, ঠিকানা জানতে চাইলে বলতে পারেননি অনেকে।

কনস্টেবলের নিয়োগ পরীক্ষা চলাকালীন ৭ জন ভুয়ো পরীক্ষার্থীকে ধরল পুলিশ। রবিবার কলকাতা লাগোয়া বিধাননগরের লবনহ্রদ বিদ্যাপীঠ ও বিধাননগর বিডি ব্লক স্কুল থেকে তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। পরীক্ষা শুরু আগে অ্যাডমিট কার্ড পরীক্ষার সময় ধরা পড়ে তারা।

রবিবার ছিল উত্তর ২৪ পরগনা পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী ধরতে ছিল কড়া ব্যবস্থা। অ্যাডমিট কার্ড পরীক্ষা চলাকালীন সেখানে লেখা বাবার নাম, ঠিকানা জানতে চাইলে বলতে পারেননি অনেকে। এর পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় তারা স্বীকার করে নেয়, অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল অভিযুক্তরা।

এভাবে লবনহ্রদ বিদ্যাপীঠ থেকে ২ জন ও বিডি ব্লক স্কুল থেকে ৫ জনকে গ্রেফতার করেছেন পুলিশকর্মীরা। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে দানানো হয়েছে, সম্প্রতি সরকারি চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী পাঠানোর প্রবণতা বেড়েছে। তাই নজরদারিও বাড়ানো হয়েছে। সন্দেহ হলেই তাঁকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। আর তাতেই ফাঁস হয়ে যায় সব জারিজুরি। গোয়েন্দারা জানাচ্ছেন, ভুয়ো পরীক্ষার্থী সরবরাহের জন্য বিহার – উত্তর প্রদেশে সক্রিয় একাধিক চক্র। মেধাবী ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম ভাড়িয়ে পরীক্ষা দিতে পাঠায় চক্রের পান্ডারা। এর বিনিময়ে মোটা টাকা আদায় করে তারা। টাকার একাংশ দেওয়া হয় বকলমে যিনি পরীক্ষা দিচ্ছেন তাঁকে। এই ধরণের প্রতারণা রুখতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ।

 

বন্ধ করুন