পুজোয় সারারাত ধরেই মণ্ডপে মণ্ডপে থাকে দর্শনার্থীদের ভিড়। সেই কথা মাথায় রেখেই প্রতিবছরের মতো এবারও পুজো দেখার জন্য দর্শনার্থীদের সুযোগ করে দিচ্ছে কলকাতা মেট্রো। পুজোর দিনগুলিতে উত্তর–দক্ষিণ মেট্রো সারারাত চালানোর কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার পুজোর দিনগুলিতে মধ্যরাত অবধি ইস্ট–ওয়েস্ট মেট্রো চালানোর কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই তিন দিন মধ্যরাত পর্যন্ত চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। সেক্ষেত্রে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজো দেখতে যেতে সুবিধা হবে দর্শনার্থীদের।
আরও পড়ুন: দুর্গাপুজোর প্রতিদিন কখন প্রথম মেট্রো মিলবে? শেষ ট্রেন কখন? দেখুন টাইমটেবিল
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ৭২টি করে মেট্রো পরিষেবা মিলবে। এরমধ্যে পূর্বগামী মেট্রো চলবে ৩৬ টি এবং পশ্চিমগামী মেট্রো চলবে ৩৬ টি। এই কদিন বেলা ১১:৫৫টা থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে প্রতি ২০ মিনিট অন্তর। এছাড়া, দশমীর দিন দর্শনার্থীদের ভিড় কম থাকায় তুলনায় কম মেট্রো চলবে। ওইদিন মিলবে ৪৮টি পরিষেবা।
প্রথম পরিষেবা কখন পাওয়া যাবে?
মেট্রোর তরফে জানানো হয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন বেলা ১১:৫৫ টায় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে, উল্টোদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী মেট্রোয় প্রথম পরিষেবা এই কদিন মিলবে বেলা ১২ টা থেকে।
শেষ পরিষেবা কখন?
পুজোর ৩টি দিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১:৩৫ টায়। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১:৪০ টায়।
এদিকে, দশমীর দিন পূর্ব ও পশ্চিমগামী মেট্রো চলবে ২৪টি করে। এক্ষেত্রেও প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা ১১:৫৫ টায়। তবে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এক্ষেত্রে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভে প্রথম পরিষেবা পাওয়া যাবে বেলা ১১:৫৫ টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে পাওয়া যাবে বেলা১২ টায়।
অন্যদিকে, এদিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ৭:৩৫ টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো মিলবে রাত ৭:৪০ টায়। আগামী ২৫ অক্টোবর থেকে এই লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে বলে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।যদিও সপ্তমী থেকে দশমী পর্যন্ত জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।