মূলত এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদ। আর তার জেরে মঙ্গলবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেনিয়াপুকুর থানা এলাকার বিসুলহাটের কাছে। এদিকে সেই সময় মুসকান ও সোনিয়া নামে দুই বৃহন্নলাকে কোপানো হয়। আর সেই ঘটনার পেছনে হাত রয়েছে বন্দনা নামে অপর বৃহন্নলার। অভিযোগ এমনটাই। সেই বন্দনাকে গ্রেফতারের দাবিতেই বৃহস্পতিবার উত্তাল হল তপসিয়া থানা সংলগ্ন এলাকা। বন্দনাকে গ্রেফতারের দাবিতে তপসিয়া থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান অন্যান্য বৃহন্নলারা। প্রথমদিকে তারা বেনিয়াপুকুর থানার দিকে এগোচ্ছিল। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা তপসিয়া থানার দিকে এগোতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
তাদের দাবি গোটা ঘটনায় কলকাঠি নেড়েছে বন্দনা। স্থানীয় সূত্রে খবর, বন্দনার আসল নাম ফারুক রাজা। তার উসকানিতেই মুসকান ও সোনিয়াকে কোপানো হয়েছে বলে অভিযোগ। প্রথমে জখম দুজনকে চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাদের দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। এদিকে বিক্ষোভকারীদের দাবি, ঘটনার পর থেকে দুদিন কেটে গিয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। বন্দনাকে গ্রেফতার করতেই হবে।