একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। সকলেই চাকরি হারাবেন। সোমবার যে রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আইনজীবীরা সেটার ব্যাখ্যা দিলেন বলে এবিপি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেই ব্যাখ্যার প্রেক্ষিতে আইনজীবী মহলের একাংশের বক্তব্য, ২০১৬ সালে যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনও অগ্রাধিকার পাবেন না। অর্থাৎ যে প্রার্থীরা কোনওরকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলেন, তাঁদের পুরোটাই নতুন করে শুরু করতে পারে। সেইসঙ্গে যে প্রার্থীদের সরকারি চাকরির পরীক্ষার বয়স পেরিয়ে গিয়ে গিয়েছে, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কারণ ২০১৬ সালে যাঁরা এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাঁদের মধ্যে এমন কয়েকজন প্রার্থী আছেন, যাঁদের সরকারি চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।
কীভাবে নয়া নিয়োগ প্রক্রিয়া হবে?
হাইকোর্টের রায়ের নয়া ব্যাখ্যা অনুযায়ী, একেবারে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। আর পাঁচটা নিয়োগ প্রক্রিয়া যেমন আইন মেনে করা হয়, সেরকমভাবেই করতে হবে। নতুন করে পরীক্ষা নিতে হবে কমিশনকে। সেই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর যে প্রক্রিয়া মেনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়, সেটাই করতে হবে কমিশনকে। ওএমআর মূল্যায়নের জন্য নতুন করে টেন্ডার ডেকে বরাত দিতে হবে। ওই সংস্থাকে স্বচ্ছভাবে ওএমআর শিট মূল্যায়ন করতে হবে বলে হাইকোর্টের রায়ের নয়া ব্যাখ্যায় জানানো হয়েছে।
আরও পড়ুন: SSC Scam Judges attacked by Mamata: 'সরকারি টাকায় সব হজম করছে', SSC বিচারপতিদের তোপ মমতার
শিক্ষক মহলের প্রতিক্রিয়া
হাইকোর্টের রায় নিয়ে নয়া ব্যাখ্যার প্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘নতুনভাবে আবার সবাইকে এসএসসির পরীক্ষায় এবং ইন্টারভিউতে বসতে হবে বলা হয়েছে। যাঁরা অন্যান্য চাকরি ছেড়ে দিয়ে ২০১৬ সালে চাকরি গ্রহণ করেছিলেন, তাঁরা যদি কোনওভাবে (নয়া নিয়োগ প্রক্রিয়ায় চাকরি) না পান, তাঁদের ভবিষ্যৎ কী হবে? কে দায় নেবে সেটার?’
ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ যে রায়দান করেছে, সেটার বিরুদ্ধে এসএসসি যে সুপ্রিম কোর্টে যাবে, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তারইমধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মূল মামলাকারীরা তিনটি ক্যাভিয়েট দাখিল করেছেন।