দমদমের নাগেরবাজারে রবিবার ভরদুপুরে বৃদ্ধার রহস্যমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। এই বৃদ্ধার ছাতাকল এলাকায় বাড়ি। সেখানেই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তড়িঘনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। পরিবার দাবি করেছে, বৃদ্ধার শরীরে থাকা সোনার গয়না উধাও হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে নাগেরবাজারে? পরিবার সূত্রে খবর, বৃদ্ধাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। লুঠের উদ্দেশে খুন করা হয়েছে। আজ, রবিবার দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি। তারপর হঠাৎই বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার ছাতাকল এলাকার বাসিন্দা মুনমুন পাল (৬২)। প্রতিবেশীরা আর্তনাদ শুনে ছুটে এসে দেখেন বাড়ির গ্যারাজের সামনে বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। পরিবার অভিযোগ করেছে, দুপুরে বাগান সাফ করতে আসে এক ব্যক্তি। সেই ব্যক্তিই খুন করে গয়না লুট করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, বাগান পরিষ্কার করতে যে এসেছিল সে পূর্ব পরিচিত। বৃদ্ধার কাছে যে গয়না ছিল সেটা সে জানত। আর সেটাই লুট করতে তাঁকে খুন করা হয়েছে। এমনকী বৃদ্ধা গায়ে যে গয়না পরেছিলেন তাও উধাও। সাফাইকর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এটা আগে থেকে রেইকি করে খুন করা হয়েছে।