বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অনুব্রতকে এয়ার অ্যাম্বুলান্সে দিল্লি নিয়ে যেতে চায় ED, হাইকোর্টে সওয়াল আইনজীবী

অনুব্রতকে এয়ার অ্যাম্বুলান্সে দিল্লি নিয়ে যেতে চায় ED, হাইকোর্টে সওয়াল আইনজীবী

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির করা আবেদনে সম্মতি জানায় আসানসোলের বিশেষ আদালত। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। শুক্রবার মামলাটির শুনানি স্থগিত করেন বিচারপতি বিবেক চৌধুরী। তবে নিম্ন আদালতের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেননি তিনি।

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলান্সের ব্যবস্থা করবে ইডি। শনিবার কলকাতা হাইকোর্টে সওয়াল করে এমনই জানালেন ইডির আইনজীবী। ওদিকে ফিসচুলার সমস্যা কমায় শনিবার সকালে অনুব্রতকে আসানসোল জেল হাসপাতাল থেকে সেলে ফেরত পাঠানো হয়েছে। এদিন হাইকোর্টে আসানসোল আদালতের নির্দেশের ওপর ১৭ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ চেয়েছেন অনুব্রতর আইনজীবী।

অনুব্রতর দিল্লিযাত্রা রুখতে শনিবার কলকাতা হাইকোর্টে তাঁর হয়ে সওয়াল করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন, দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টই নেবে। অনুব্রতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আপাতত দিল্লিযাত্রায় স্থগিতাদেশ জারির আবেদন করেন তিনি। পালটা ইডির আইনজীবী দাবি করেন, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলান্সের ব্যবস্থা করতে রাজি তাঁরা। সেখানে কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করানো হবে।

বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির করা আবেদনে সম্মতি জানায় আসানসোলের বিশেষ আদালত। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। শুক্রবার মামলাটির শুনানি স্থগিত করেন বিচারপতি বিবেক চৌধুরী। তবে নিম্ন আদালতের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেননি তিনি। তিনি জানান, শনিবার বিশেষ বেঞ্চে মামলার শুনানি হবে। শনিবার বিচারপতি চৌধুরীর বিশেষ বেঞ্চে মামলার শুনানি হয়। শেষ পাওয়া খবর অনুসারে সওয়াল জবাব শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারক।

 

বন্ধ করুন